একুশে ফেব্রুয়ারি কবিতাএকুশের কবিতাকবিতাপ্রথম পাতাসর্বশেষ

ভাষাচিত্র

সুদীপ কুমার চক্রবর্তী

বর্ষকালীন শোকপ্রস্তাবে এখন ভাষার লাভা উদগীরণ।
হারানো গল্পে কবিতায় ইতিহাসের আলোকলিখন।
সত্যিই কি এসব আমাদের ভাষার অস্মিতা – প্রাণঢালা ভালোবাসায় ! সন্দেহ হয়।

শহিদের শরীরে বিছানো স্বর্ণাক্ষর।
শব্দ চয়ন করে একে একে তাকে আমরা অলঙ্কার বানাই।
রক্তাক্ত ফাগুনে জেগে ওঠে গুচ্ছপলাশ।
একবিংশ শতাব্দীতে ভাষার ধারাভাষ্যে অনুযোগের ইস্তাহার।

ভাষাকে স্বাবলম্বী করে তুলতে
আমাদের আড়ষ্ট জিভে চাই উন্মুক্ত উচ্চারণ।
আরও নিবিড় অনুশীলন।
যেন গন্ধহীন কাগজের ফুলে না গাঁথা হয় বিনি সুতোর মালা !
সুদৃঢ় উচ্চারণে নতুন প্রজন্ম হোক আরও সুরেলা কাফেলা।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]