সাড়ে ষোল: আসছে আফরান নিশোর নতুন সিরিজ
বাংলাদেশ কাঁপিয়ে এবার আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পাচ্ছে ওপার বাংলা অর্থাৎ কোলকাতায়…অনেকেই প্রত্যাশা করছেন কোলকাতায় সিনেমাটি মুক্তি পেলে বাংলাদেশের মতোই সাড়া পাবে। এ ছাড়াও আফরান নিশো মাঝখান থেকে দেখিয়ে দিলেন আরো এক চমক, ‘ হইচই এ আসছে নিশোর নতুন সিরিজ। “সাড়ে ষোল নামের” এই সিরিজটিতে আফরান নিশোকে দেখা যাবে আইনজীবির ভূমিকায়। নিশোর এই চরিত্রটির নাম রেজা। সিরিজটি পরিচালনা করেছেন..ইয়াসির আল হক। সব মিলিয়ে দুর্দান্ত সময় কাছে দুই পাড়ের সিনেমাপ্রেমীদের জন্য