তুমি আমায় একটি সবুজ মাঠের গল্প শুনিও
তখন যদি সন্ধ্যা নেমে আসে
আর সন্ধ্যা গড়িয়ে রাত
দুচোখের পাতা জুড়ে ঘুম যদি করে ভর
বাঁধা নয় ঘুমোতে দিও কোলে মাথা রেখে
ঘুমের ঘোরেই হেঁটে চলে যাবো আকাশে
দূরে ওই চাঁদ তারাদের দেশে।
ধরো দুপুরের ভেজা চুলের ঢাল
অথবা সন্ধ্যার এলো চুলের ঘ্রাণ
আমার পিঠ গড়িয়ে
আমি আর শুধু তুমি
সংযম হারাবে?
নাকি সাদাকালো ছবির মত
বলো নিথর নিস্পন্দ থাকবে!
মন ঘরে ঝাড়বাতি গুলো জ্বেলে দেবে
নাকি অন্ধকারের রাশ টানবে?
আমার নবীন হাত যদি তোমায় স্পর্শ করে
তোমার চেতনায় কি বিধ্বংসী প্রভাব পড়বে?
প্রাণের স্পন্দন তোমার করবেনা অস্ফূট প্রেম শিৎকার!