গল্পপ্রথম পাতাসর্বশেষ

এক অন্য নেলসন ম্যান্ডেলার গল্প

তুলিকা আদিত্য

এই… মনে আছে….?
আমাদের হোস্টেলের সেই প্রথম দেখাটা, তুমি আর আমি একটা কলেজ ফেস্টে নাটক করবো বলে সিলেক্ট হয়েছিলাম।তুমি হয়েছিলে নেলসন ম্যান্ডেলা,ওই চরিত্রে অভিনয় করবে নায়কের রোলে ।আমার চুলগুলো একটু কোঁকড়া ধরনের ছিল মুখের আদলটাও একটু ভোঁতা ধরনের, তাই হঠাৎ করে সেদিন সিনিয়র ক্লাসের ছেলেরা আমাকে উইনি ম্যান্ডেলা হিসেবে সিলেক্ট করল। তুমি দু’বছর আগের ব্যাচ সেকেন্ড ইয়ার, আমি সবে ফার্স্ট ইয়ারের ঢুকেছি নবাগতা , নতুন হোস্টেলে এসেছি গ্রাম থেকে , একদিন ক্যান্টিনের পাশে কিছু সিনিয়র দাদা-দিদিরা হইহই করে যাচ্ছিল। কিছু কলেজের প্রোগ্রামের ব্যাপারে আলোচনা করতে করতে। হঠাৎ আমার সঙ্গে দেখা,বলল এই মেয়েটাকে উইনি ম্যান্ডেলা হিসেবে সিলেক্ট করা যেতে পারে ।অমনি তোমাকে দেখে বলল, কিরে সোম? তোর পছন্দ তো ? তোর গল্পের নায়িকা?
তুমি খানিকটা থতমত খেয়ে গেলে। হঠাৎ আমায় দেখে চমকে উঠলে।যেন অনেকদিনের পরিচিত কেউ।
তারপর নাটকের রিহার্সাল-তুমি ম্যান্ডেলা, আমি উইনি। কতদিন কেটে গেছে নদীর পাড়ে বসে বসে আমরা ডায়লগ মুখস্ত করেছি। এরপর তোমার সাথে আমার সম্পর্ক । আমরা দুজন প্রেমিক প্রেমিকা ।কলেজে সবাই আমাদেরকে একসাথে দেখতো। বলতো,তোদের দেখে হিংসে হয়।
পুরো রুপোলি পর্দা থেকে বাস্তবেও জুড়ি বেঁধে রয়েছিস।
হ্যাঁ ,সত্যিই তাই!
তারপরের টা ইতিহাস সেই গল্প আর নাই বা করলাম।
তুমিও জানো ,আমিও জানি।
আজকে এত বছর পর ,,তুমি তোমার সংসারে মেয়ে নিয়ে সুখে আছো।
আমিও বিদেশে সুখে আছি কিনা জানিনা!
তবে বেঁচে আছি !
কারণ সংগ্রামটা তুমি শিখিয়ে গিয়েছিলে, সেই নাটকের রিহার্সালের সময় থেকে।
ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করেছিলে না !
তাই !
আজকে অনেকদিন পর এই ছবিগুলো দেখে তোমার কথা মনে পড়ছে মনে পড়ছে ।
এরাও কলেজে শুরু করেছিল।
প্রতিটা ধাপে কি সুন্দর ভাবে দুজন দুজনের হাত আঁকড়ে ধরে আছে।
ওদের এখনো বিয়ে হয়নি জানো!
ওরা দুজন একসাথে থাকে,,
একটা ছোট বাচ্চা হয়েছে ।
ওদের দুজনের একসাথে থাকতে কোন সম্পর্কের নাম দিতে হয়নি।
তুমি এই সম্পর্কের নাম দেওয়ার ভয়ে ,
আমার থেকে আলাদা হয়ে গিয়েছিলে !
অথচ এরা কি সুন্দর ,,পুরো পৃথিবীকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেরা সুন্দর ভাবে আছে।
কেউ তাদের দিকে ভুরু কুঁচকে তাকালেও ওদের কিছু যায় আসে না ।
ওরা ওদের ছোট্ট সংসারে ওদের ছোট্ট সন্তানকে নিয়ে দারুণ আনন্দে আছে ।
একটা দামি গাড়িতে করে প্রত্যেক ছুটির দিনগুলোয় ঘুরতে যায়।
ওরা স্বামী স্ত্রী নয় ,কিন্তু স্বামী স্ত্রীর চেয়ে অনেক অনেক বেশি ।
ভালোবাসার কোন নাম হয়না ।
তাই ওরা হঠাৎ করে কোনো অজুহাতে আলাদা হয়ে যায় নি ।
ওরা সাহসী,, আমরা পারলাম না ।
তুমি পারলে না ,,আমিও জোর করি নি ।
আসলে কলেজ জীবনে এমন ভালোবাসা নাকি হতেই পারে !
আমার আর ভালোবাসা টা হলো না ,,আমি শুধু সংসারটা বয়ে নিয়ে গেলাম ।
ভালোবাসাটা সেই নেলসন ম্যান্ডেলাকে দিয়ে এসেছিলাম অনেক বছর আগে ।
প্রায় তিরিশ বছর আগে ,,
আজকে নতুন করে আবার প্রেমে পড়তে ইচ্ছে করছে ,,
তোমার সাথে সেই কলেজের ঘুপচি ঘরটাতে তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে।
মনে হচ্ছে তোমার সেই গন্ধটা আমি আবার নাকে নেব ।
কিন্তু আমার এই লেখাটা অনেকে পড়বে !
অনেকে আমার সম্বন্ধে অন্য কিছু ভাবতে পারে। আমার আত্মীয়-স্বজনরা অন্য নজরে দেখবে। তবে এখন আর আমি ভয় পাই না।
অত বছর আগে তুমি সাহস দেখাও নি বলে আমি পিছু হেঁটেছিলাম ।
আজকে হারানোর কিছু নেই ,
তাই ভয়ের‌ও কিছু নেই ।
আমি ভয় পাই না।
সবাইকে বলেছিলাম !
কলেজে আমি উঠে উইনি ম্যান্ডেলা ছিলাম,, নেলসন ম্যান্ডেলার ধর্মপত্নী ।
শুধু গল্পটা ওদের মতো আর হলো না ,
গল্পটা তনিমা আর সোমনাথের গল্প হয়ে আলাদা হয়ে গেল। মাঝখানে অসমাপ্ত রয়ে গেল।

 

কলকাতা, পশ্চিমবঙ্গ,ভারত

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]