অণুগল্পগল্পপ্রথম পাতাসর্বশেষ

মুক্তিযুদ্ধের গল্প – নর্তকী

জোবায়ের রাজু 

 

সজলের কাছ থেকে প্রথম যেদিন প্রেমপত্র পেল মিতা, সেদিন শাকিলকে আবার মনে পড়ে গেল। এই ছেলেটা দিনের পর দিন মিতার পেছনে সময় নষ্ট করেছে। অবশেষে একদিন শাকিল তার কাছের বন্ধু জাহাঙ্গীরকে দিয়ে মিতার হাতে পেঁৗছে দিয়েছে মনের সমস্ত আবেগ মেশানো সেই প্রেমপত্র। সেটি পড়ে মিতা হঁাড়ে হঁাড়ে উপলব্দি করল শাকিলের হৃদয় নিংড়ানো ভালোবাসা। সেই সাথে ভয়ও। ভয়টা হচ্ছে মিতার আসল পরিচয় জেনে শাকিল যদি তাকে প্রত্যাখ্যান করে! এত গভীরভাবে চিন্তা না করে শাকিলকে একদিন মিতা জানিয়ে দেয় সে একজন নর্তকী। যাত্রাদলে নিয়মিত নাচ করার পাশাপাশি কোন সাংস্কৃতিক জলসায় তার নাচের ডাক পড়লে চঞ্চলা দুটি ঘুঙ্গুর বঁাধানো পায়ের নৃত্য মুদ্রায় দর্শককে মাতিয়ে রাখার প্রাণপণ চেষ্টা। এসব খবর শাকিলকে জানাতেই সে মুখ ফিরিয়ে নেয়। হয়তো শাকিল ভেবেছে একজন নর্তকীকে কোনভাবেই জীবনের সাথে জড়ানো যায় না। আর তাতে মিতা বুঝে নেয় শাকিল তাকে ভালোবাসেনি, ভালোবসেছে তার রুপের কামিনীয়তাকে। যদি সত্যি ভালোবাসতো, তবে মিতার নর্তকী পরিচয় জেনেও তার পাশেই থাকত। 

আজ আবার সজল এসেছে তার জীবনে। সজলও শাকিলের মত মিতার নর্তকী পরিচয় জেনে অবহেলায় দূরে সরে দঁাড়াবে নাতো! রুপের লাবণ্যতা দিয়ে অন্যকে জাদু করার ক্ষমতা মিতার আছে বলেই তো শাকিল সজলরা মিতাকে প্রেমের প্রস্তাব দিতে এগিয়ে আসে। কিন্তু তাদের সেই স্বপ্নময়ী প্রেয়সী একজন নর্তকী, পর পুরুষের সামনে কোমর দুলিয়ে নাচে, এমন একটা জঘন্য ঘটনা কি শাকিল বা সজলরা মেনে নেবে? এসব ভেবে ভেবে চিন্তার মহাসাগরে তলিয়ে যায় মিতা। 

সজলকে অবশ্য ভালোই লেগেছে তার। বেশ সুপুরুষ সে। শিক্ষিতও নাকি অনেক! শিক্ষিত বলেই যে মিতার আরো বেশী ভয়। কারন শিক্ষিত কোন ছেলেই জেনে শুনে একজন নর্তকীর প্রেমে পাগল হবে না। সজল মিতার প্রেমে পাগলই হয়েছে। তা না হলে রাত জেগে ভালোবাসার লম্বা চিঠিটি সে মিতাকে কেনই বা লিখে মোমিনের মাধ্যমে পাঠাবে। 

 

চৌধুরী বাড়ির সামনে দিয়ে যে মেঠোপথটি চলে গেছে পশ্চিম দিকে, তার মোড়েই আচমকা সজলের সাথে দেখা হল মিতার। মিতার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে থাকার আগেই সজল বলল ‘আমার আহ্বানে হঁ্যা না কিন্তু কিছুই বলোনি।’ লজ্জায় রক্তিম না হয়ে মিতা অকপটে বলল ‘আমার পরিচয় জানলে আপনি দূরে সরে যাবেন। কেননা আমি একজন নর্তকী। হাজার জনের সামনে নাচবার ইতিহাস আছে আমার। এ যে আমার এক খারাপ পরিচয়।’ সজল তীক্ষ্ন স্বরে বলল ‘তুমি নাচ করো এটা আমি জানি। কিন্তু তোমার যে আরো একটি বড় পরিচয় আছে, সেটাও আমি জানি। সেজন্যই তো তোমাকে আমি মন তেকে চাই।’ অবাক হয়ে মিতা প্রশ্ন করে ‘আরো একটি পরিচয়? কি?’ সজল ম্লান হেসে বলল ‘ তুমি একজন মুক্তিযোদ্ধার কন্যা। এ পরিচয় ক’জনের আছে?’ নিরব হয়ে গেল মিতা। সজল তার সম্পর্কে তাহলে সব খবর জানে? 

 তুমি মুক্তিযোদ্ধার কন্যা বলে তোমাকে ভালোবেসে আমি ভাগ্যবান হতে চাই। তোমার নর্তকী পরিচয় আমার কোন সমস্যা না।

তবুও যে আমি নর্তকী। আমার মুক্তিযোদ্ধা বাবার চিকিৎসার খরচ চালাতে আমি নেচে পয়সা আয় করি। বাবা ৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছেন। প্রাকবাহিনীর হাত থেকে দেশকে রক্ষায় বাবারও ভুমিকা ছিল। অথচ আজ বাবার কত দুর্দিন যাচ্ছে। বাবার মত অনেক মুক্তিযোদ্ধা আজ মানবেতর জীবন যাপন করছেন। কেউ তাদের খবর রাখছেন না। আমি নাচ শিখেছি। ভালো ভালো অনুষ্ঠানে আমাকে নাচতে ডাকা হয়। অনেক সম্মানিও দেয়। সেটা দিয়ে বাবার চিকিৎসার খরচ বহন করি। কিন্তু আড়ালে অবডালে লোকে আমাকে ‘নর্তকী’ বলে অপবাদ দেয়। এবার আপনিই বলুন আমার মত নর্তকীকে ভালোবেসে নিজের সম্মান নষ্ট করবেন? 

না মিতা, নিজেকে এতো ছোট ভাবছো কেন? আমি যে কোন ভালো পেশাকে সম্মান করি। তুমি নেচে বাবার জন্য টাকা আয় করো। তুমিতো মহৎ কন্যা। আমি এই মহৎ কন্যাকে সারা জীবনের জন্য পেতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই মিতা। প্লিজ না বলোনা। 

সজলের কথা শুনে হা করে তাকিয়ে রইল মিতা। তার চোখে পানি চলে এলো। কেবল দুঃখে নয়, সুখেও মানুষ কঁাদে। মিতা আজ বড় সুখে কঁাদছে। 

 

আমিশাপাড়া, রাজু ফার্মেসি, নোয়াখালী ।

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]