গাঁয়ের মেয়ে নিঝুম কাল,
কালো তাঁর কেশ।
কেশের মাঝেই চুম্বক টানে,
মাঝে আমার বেশ।
সূপ্তবর্না হ্রদয় তাঁর,
অষ্টবর্না আশা।
ধাতুর মাঝেই রয়ে গেলো,
আমার ভালো বাসা।
নূপুর বাঝে পায় হাটিয়া,
অষ্টারোহী আলো।
কান কানিয়ে চাহি আমি,
তারি মাঝে ভালো।
গুনের নাহি শেষ করিবো,
হাঁসির নাহি দিক।
দন্ত মনি দেইখা আমায়,
আমি বাজাই গিত।
গাঁয়ের মাঝে সরলতা
বিশালাক্ষীর মতো,
তোমারি ফাগুনে আজ
আমি নিপাতিতো।
পাপিষ্ট জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড তপন,
খর তর পোড়ে হ্রদয় তোমারি মতন।