গাছবাড়ি | হরিৎ বন্দ্যোপাধ্যায়

গাছবাড়ি | হরিৎ বন্দ্যোপাধ্যায়

|হরিৎ বন্দ্যোপাধ্যায়

 

নিজেকে একটু ছড়িয়ে নিয়ে থাকবে বলে বিনয় মোড় থেকে বেশ খানিকটা হেঁটে গিয়ে একটা জায়গা বেছেছিল। চারপাশ বেশ চুপচাপ। একসঙ্গে দু’বিঘে কিনেছিল বলে দামেও একটু কম হয়েছিল। পরমার সঙ্গে কথাই হয়েছিল বিনয়ের বাড়ি করার জন্যে সে পাবে মাত্র দু’কাটা। আসলে বিনয়ের লক্ষ্য গাছ আর পরমার বাড়ি।

পরমা যখন বাড়ির ভিত দেখতো, সেইসময় বিনয় দুটো গাছের মধ্যে কতখানি ফাঁক থাকবে সেই নিয়ে ব্যস্ত থাকতো। এইভাবেই কয়েক বছরের মধ্যে গাছের মিছিলে এসে দাঁড়িয়েছিল নিঃসন্তান পরমা আর বিনয়।

আজ মহালয়ার ভোরে গাছবাড়ি-র বাগানে বসে দুজনে চেনা সুর আর কথায় গুনগুন করছিল। বাবার কথা মনে পড়ল বিনয়ের। রেডিও ছিল না। চাদরটা মাথায় ঢাকা দিয়ে গলায় বেঁধে দিতো বাবা। তারপর মাটির দুয়ারে এসে বসতো বাবা মায়ের সঙ্গে।

দিগন্ত থেকে চোখ সরিয়ে বিনয় বাড়িটার দিকে তাকাল। অসংখ্য গাছের মাঝখানে দু’কামরার ছোট্ট একটা বাড়ি। চারপাশের গাছগুলো যেন চারদিক থেকে বাড়িটাকে আগলে রেখেছে। বিনয় সেদিকে আঙুল দেখিয়ে বলল, “দ্যাখো পরমা, গাছগুলো যেন সরে গিয়ে আমাদের একটু জায়গা করে দিয়েছে। আমরা ওদের আশ্রিত।”

—– “তুমি যাই বলো এতো জঙ্গল আমার ভালো লাগে না। বাইরে থেকে বাড়িটা দেখাই যায় না !”

—– “আমি তো এটাই চেয়েছিলাম পরমা। তুমি যাকে জঙ্গল বলছ, ওরাই তো আমাদের পিতা। তুমি যতদিন এটা রক্ত দিয়ে বিশ্বাস করবে ততদিন তোমার অহংকারের মাথা কোনোদিন সোজা হয়ে দাঁড়াবে না। আসলে কি জানো পরমা, কোনো কোনো জায়গায় মাথা নিচু করলে মাথা ভালো থাকে।”

পরমার মনে পড়ল, তারা দুই ভাই বোন তখন কলেজে পড়ে। সেইসময় বাবা দাদুর কাছে গেলে বাবাকে মনে হতো স্কুল পড়ুয়া। গলার স্বরও কেমন বদলে যেত। গাছবাড়িতে বসে পরমার মনে হলো, তার মানুষটাও অনেকখানি বদলে গেছে।

 

 

  হুগলী ,পশ্চিমবঙ্গ,ভারতবর্ষ ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
এবার মরু [পর্ব-০২]

এবার মরু [পর্ব-০২]

গৌতম সরকার যেখানেই যাই না কেন, সেখানকার রেলস্টেশনটা দেখা আমার ট্যুর আইটিনেরারির একদম ওপরের দিকে থাকে; আর রেলস্টেশন যেহেতু সাইট-সিয়িংয়ের লিস্টের মধ্যে পড়েনা তাই ওটা ...
ফ

ফ বাংলা ভাষার বাইশতম ব্যাঞ্জনবর্ণ হলো- ফ। ফ অক্ষরটি বাংলা বর্ণমালার তেত্রিশতম অক্ষর। ফ এর সাথে যখন আ যোগ হয়(+) তখন – ‘ফা’ হয় আবার ...
কবিতা- প্রেম চিরন্তন

কবিতা- প্রেম চিরন্তন

সুদর্শন দত্ত  এখনও কবিতা খুঁজি তোমার আলোয়, তোমার মুক্তো হাসি হৃদয় চৌকাঠে অপ্রকাশিত এক ব্যথার পাণ্ডুলিপি হয়ে বেঁচে আছে আজও সে শুকনো মলাটে, হেমন্তের বিকেল ...
জীবনে চলার পথে যেসব বিষয় মাথায় রাখা জরুরী।

জীবনে চলার পথে যেসব বিষয় মাথায় রাখা জরুরী।

১. কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে, টের পাবেন না। – ২. রিকশাতে বসে কোলে ব্যাগ রাখবেন না। পাশ থেকে ...
পলিপাস এর লক্ষণ কি? কি কারণে পলিপাস হয়? মুক্তির উপায়

পলিপাস এর লক্ষণ কি? কি কারণে পলিপাস হয়? মুক্তির উপায়

পলিপাস কী? সাধারণত বেশির ভাগ ক্ষেত্রে নাকের দুদিকে, আবার কোনো কোনো ক্ষেত্রে নাকের একপাশে সাদা বা ধূসর বর্ণের পিণ্ড আঙুর ফলের মতো ঝুলতে থাকে। একেই ...
সাদা রংয়ের স্বপ্ন

সাদা রংয়ের স্বপ্ন

আশিক মাহমুদ রিয়াদ  ঘুমে চোখ পিটপিট করছে। বাড়িতে বসে অলস সময় কাটাচ্ছি। কলেজ নেই! বন্ধুদের সাথে আড্ডা নেই,ক্লাস নেই, দৌড়ঝাপ নেই। সব যেন হঠাৎ করেই ...