সাচ্চু আনোয়ার
পুঁটি বলে কেঁদে কেঁদে, আমি কি জানি?
এতো ঘোলা কে করেছে চকচকে পানি।
ছোট নিরীহ মাছ আমি চলি এদিক ওদিক,
মওকা এলে করি মলা ঢেলা দিয়ে পিকনিক!
ছোট মাথায় ছোট চিন্তায় থাকি আমি ব্যস্ত,
কারা যেন ধেয়ে ধেয়ে এসে খেয়ে যায় সমস্ত?
যদি মোরে জোর করে কাঁধে দাও জোয়াল,
নাচবে তাধিন তাধিন গোঁফওয়ালা বোয়াল।
উদুর পিন্ডি বুদুর ঘাড়ে দিবে আর কতকাল?
গুড়া মাছেরাও কোন একদিন মিটাবে ঝাল।