বিন্দু
চক্ষুলজ্জা হঠাৎ কহে- নহে সমতুল –
ভালোবাসা কোণঠাসা বেদানার কূল;
দূরবীনে মন খোলা ঈশানের চোখ,
ভয় হয়- সংশয় কিনা বলে লোক ।
তাই বুঝি দিনভর স্বপ্নকে ডেকে
সেই ভয় মহাশয় তবু বসে জেঁকে !
পেতে চাওয়া এক কথা ,পাওয়া বহুদূর;
পেয়ে গেলে তুমি যদি ভুলে যাও সুর,
তাও যদি যেতে চাও বলে যেও বেশ-
গোধূলির সাথে দেখা হবে শেষমেশ।
গোধূলির লাল ঠোঁট- মেঘেদের কায়া
পিয়াসী পৃষ্ঠে -জোড়া বক্ষ মোহমায়া।
তারপর গোধূলির পথ হয় ম্লান
ক্ষণে ক্ষণে চলে যায় প্রেয়সীর প্রাণ !
আভরণ কর্পূর উবে যায় ক্ষণ,
একই হাল – সব কাল ! ছিল কি এমন??
কামরাঙ্গীরচর ,ঢাকা।