গোবিন্দ মোদেক
এক টিয়া দাঁড়ে বসে
খায় ভিজে ছোলা,
দরজা বন্ধ থাকে
হয় নাকো খোলা!
সেই টিয়া ভুলে গেছে
সবুজ সে বন,
খাঁচাটাকে ভাবে তাই
বিশ্ব-ভুবন!
অন্য টিয়া উড়ে যায়
বন থেকে বনে,
খুঁজে নেয় মুক্তি সে
আকাশের কোণে!
খুশিমতো যায় উড়ে
খুশিমতো খায়,
কোথায় কাটাবে রাত
চিন্তা তার নাই ।
এক ছিল টিয়া পাখি
খাঁচার ভিতরে,
আর এক টিয়া পাখি
খুশিমতো ওড়ে!
নদীয়া,পশ্চিমবঙ্গ,ভারত