মেহেদী জাহিদ
চক্ষু পড়িয়াছে চক্ষুর বাইরে;
কোন চক্ষুতে দেখবে তুমি আঁখি নাহি খুলিলে?
চক্ষুর ভিতরস্থও যে চক্ষু আছে;
কোন স্থানে তা বিরাজবান?
নয়নে নয়ন সর্ব জ্ঞানী;
সব তটের মূল্য আঁখি গোপন রহিছে জানি।
কোথা সেই অন্তঃস্থ চক্ষু যুগল?
কোথা সেই নির্বান গ্লানি?
আপনার চেয়েও আপন সে চক্ষু,
একবার খুলিলে সদা সত্য মহাজ্ঞানী।
সে চক্ষু কার সাথে একাকার?
ঐ চক্ষুতে সব কায়া সদাই সমান।
যদি খুলিতে পার তুমি-
এই চক্ষু নিজ কর্ম জ্ঞানে;
তাহলে চিনিতে পারিবে তার সকল রূপকে-
আর দেখিবে তুমি তাকে সকল স্থানে।
তোমারই নামে চারিদিকে ফুটিবে গুঞ্জন;
দেবতার মুখেও যেন তোমারই গুনগান।
ভিতর চক্ষু খুলিলে তুমি গো দুই কূলের বাদশা;
তুমিই শ্রেষ্ঠ তুমিই ব্যথিত আশা।
কপাল স্তরে চক্ষু গোপনও আছে;
কেমনে তা খুলি?
চক্ষুর আড়ালে এক বিষাদ ছবি;
কেমনে তা ভুলি?
আমি কার পানে চাহিয়া হই সুখী;
আমি তা কারে বলি?
আমার চক্ষুর অগোচরে যে অতৃপ্তি;
শূন্যতা ম্লান অবধি!
বলো তোমার চক্ষুর ভিতর যে চক্ষু আছে,
তাহা খুলিলে দেখিবে তুমি কার ছবি?