চক্ষুজ্ঞানী- মেহেদী জাহিদ

চক্ষুজ্ঞানী- মেহেদী জাহিদ

মেহেদী জাহিদ

চক্ষু পড়িয়াছে চক্ষুর বাইরে;
কোন চক্ষুতে দেখবে তুমি আঁখি নাহি খুলিলে?
চক্ষুর ভিতরস্থও যে চক্ষু আছে;
কোন স্থানে তা বিরাজবান?
নয়নে নয়ন সর্ব জ্ঞানী;
সব তটের মূল্য আঁখি গোপন রহিছে জানি।
কোথা সেই অন্তঃস্থ চক্ষু যুগল?
কোথা সেই নির্বান গ্লানি?
আপনার চেয়েও আপন সে চক্ষু,
একবার খুলিলে সদা সত্য মহাজ্ঞানী।
সে চক্ষু কার সাথে একাকার?
ঐ চক্ষুতে সব কায়া সদাই সমান।
যদি খুলিতে পার তুমি-
এই চক্ষু নিজ কর্ম জ্ঞানে;
তাহলে চিনিতে পারিবে তার সকল রূপকে-
আর দেখিবে তুমি তাকে সকল স্থানে।
তোমারই নামে চারিদিকে ফুটিবে গুঞ্জন;
দেবতার মুখেও যেন তোমারই গুনগান।
ভিতর চক্ষু খুলিলে তুমি গো দুই কূলের বাদশা;
তুমিই শ্রেষ্ঠ তুমিই ব্যথিত আশা।
কপাল স্তরে চক্ষু গোপনও আছে;
কেমনে তা খুলি?
চক্ষুর আড়ালে এক বিষাদ ছবি;
কেমনে তা ভুলি?
আমি কার পানে চাহিয়া হই সুখী;
আমি তা কারে বলি?
আমার চক্ষুর অগোচরে যে অতৃপ্তি;
শূন্যতা ম্লান অবধি!
বলো তোমার চক্ষুর ভিতর যে চক্ষু আছে,
তাহা খুলিলে দেখিবে তুমি কার ছবি?

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কবিতা- পোষ্য বনাম পোষক / অমিতা মজুমদার

কবিতা- পোষ্য বনাম পোষক / অমিতা মজুমদার

অমিতা মজুমদার   দাঁড়-কাক কেউ পোষেনা, কেন? দাঁড়-কাক দেখতে কুৎসিত বলে ! না কী তার স্বর কর্কশ বলে ? সবাই কেন ময়না, তোতা, টিয়া পুষতে ...
ঈদের আনন্দ

ঈদের আনন্দ

সাজিয়া আফরিন রোজার শেষে ঈদের খুশি খুশির জোয়ার প্রাণে, মিষ্টি সুরে আকুলতা বলছে গানে গানে। নতুন জামা মাথায় টুপি বাবার হাতটি ধরে, ঈদের নামাজ করবে ...
আঁচিল

আঁচিল

তওহিদ মাহমুদ আমার পিঠের নিচের দিকটায় একটা ফুসকুড়ি উঠেছে। খুবই ছোট সাইজের, তবে হাত বোলালে টের পাওয়া যায়। প্রথম দিন নখ দিয়ে খুঁটে দেখতে গিয়েছিলাম। ...
ভোর বিহানে

ভোর বিহানে

ছাদির হুসাইন ছাদি ভোর বিহানে পাখির গানে নিত্য ভাঙে ঘুম, জেগে ওঠে শিশু-কিশোর প্রাণে খুশির ধুম। মিষ্টি রোদের আলো দেখে জুড়ায় দু’টি আঁখি, সবুজ রাঙা ...
সংসদ নির্বাচন ২০২৩: এগিয়ে কোন দল?

সংসদ নির্বাচন ২০২৩: এগিয়ে কোন দল?

সংসদ নির্বাচন ২০২৩: এগিয়ে কোন দল? BNP | Awamileuge | Jatiya Party | অবরোধের খবর | Bd Politics
রক্তকান্না

রক্তকান্না

সৌর শাইন অরণ্যের বুক চিরে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলেছে সম্রাট পরিবহন! জানালার পাশে বসে নিশ্বাস নিচ্ছে সৌরুদ্র! সবুজের সাম্রাজ্য ভাওয়ালগড়, শালবৃক্ষের সমারোহ চোখে স্নিগ্ধতার ঝাপ্টা ...