চক্ষুজ্ঞানী- মেহেদী জাহিদ

চক্ষুজ্ঞানী- মেহেদী জাহিদ

মেহেদী জাহিদ

চক্ষু পড়িয়াছে চক্ষুর বাইরে;
কোন চক্ষুতে দেখবে তুমি আঁখি নাহি খুলিলে?
চক্ষুর ভিতরস্থও যে চক্ষু আছে;
কোন স্থানে তা বিরাজবান?
নয়নে নয়ন সর্ব জ্ঞানী;
সব তটের মূল্য আঁখি গোপন রহিছে জানি।
কোথা সেই অন্তঃস্থ চক্ষু যুগল?
কোথা সেই নির্বান গ্লানি?
আপনার চেয়েও আপন সে চক্ষু,
একবার খুলিলে সদা সত্য মহাজ্ঞানী।
সে চক্ষু কার সাথে একাকার?
ঐ চক্ষুতে সব কায়া সদাই সমান।
যদি খুলিতে পার তুমি-
এই চক্ষু নিজ কর্ম জ্ঞানে;
তাহলে চিনিতে পারিবে তার সকল রূপকে-
আর দেখিবে তুমি তাকে সকল স্থানে।
তোমারই নামে চারিদিকে ফুটিবে গুঞ্জন;
দেবতার মুখেও যেন তোমারই গুনগান।
ভিতর চক্ষু খুলিলে তুমি গো দুই কূলের বাদশা;
তুমিই শ্রেষ্ঠ তুমিই ব্যথিত আশা।
কপাল স্তরে চক্ষু গোপনও আছে;
কেমনে তা খুলি?
চক্ষুর আড়ালে এক বিষাদ ছবি;
কেমনে তা ভুলি?
আমি কার পানে চাহিয়া হই সুখী;
আমি তা কারে বলি?
আমার চক্ষুর অগোচরে যে অতৃপ্তি;
শূন্যতা ম্লান অবধি!
বলো তোমার চক্ষুর ভিতর যে চক্ষু আছে,
তাহা খুলিলে দেখিবে তুমি কার ছবি?

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
লুৎফুজ্জামান বাবর এখন কোথায়?

লুৎফুজ্জামান বাবর এখন কোথায়?

বাংলাদেশীদের রক্তে রক্তে যে বিপ্লব, সেটি আবারও প্রমাণ হয়ে গিয়েছে। যদি বলা হয় বিপ্লবের রঙ কি তাহলে বলতে হবে, বিপ্লবের রং লাল সবুজ। বাংলাদেশীরা তাই ...
তুমিও কী তাই?

তুমিও কী তাই?

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম বিশ্ববিদ্যালয়ের করিডোরে নির্বাক দাঁড়িয়ে তুমি যেন একগুচ্ছ ফুটন্ত লালগোলাপ , পরনে লাল শাড়ি কপালে টিপের আঁচড় সুগন্ধি ছড়িয়ে পরিবেশ করেছো ...
তিনটি কবিতা

তিনটি কবিতা

দুর্বোধ্য শিলালিপি একদিন তোমাকে সুখপাঠ্য মনে হয়েছিল আমার মনে হয়েছিল তুমি খুবই সহজবোধ্য আনন্দপাঠ, তোমার চোখমুখ ঠোঁট দেখে মনে হয়েছিল তুমি বাল্যশিক্ষা আদর্শলিপির অ আ ...
এক মাছলি, পানি মে গায়েই? অর্থ কি? কিভাবে খেলে?

এক মাছলি, পানি মে গায়েই? অর্থ কি? কিভাবে খেলে?

এক মাছলি, পানি মে গায়েই? অর্থ কি? কিভাবে খেলে?   ভাইরে ভাই! বন্ধুবান্ধব একসাথে বসে আড্ডা দেওয়ার মজা আর কিছুতে নেই। সেই সাথে বসে যদি ...
দেশ মাতৃকার টানে 

দেশ মাতৃকার টানে 

সুজন সাজু  মরতে পারি জেনেও তারা দেশ মাতৃকার টানে, যুদ্ধে গেল করতে লড়াই সাহস রেখে ভয়কে সরাই আশার বাতি ওঠবে জ্বলে বিজয় গানে গানে। আনবে ...
আজ ফাগুনে

আজ ফাগুনে

হামিদা আনজুমান একটা চিঠি লিখব তোমায় বলে কত ফাগুন দোল দিয়ে যায় চলে। কিশলয়ের সবুজ ছুঁয়ে ছুঁয়ে ভ্রমর যখন ভালোবাসায় নুয়ে বলে কথা ফুলের কানে ...