ইমতিয়াজ সুলতান ইমরান
কিছু স্মৃতি, কিছু প্রীতি, যায় না ভোলা কভু
স্মৃতির মায়া, প্রীতির মায়া, হয় না জবু-থবু।
কিছু স্মৃতি বিশেষ ক্ষণে মনটা নাড়ে ঠিকই
ইচ্ছে করে স্মৃতির মায়ায় কাব্য ছড়া লিখি।
নতুন জামার গন্ধ আছে কিছু স্মৃতির গায়ে
গাঁয়ের পথে হেঁটে বেড়াই নতুন জুতো পায়ে।
এমন স্মৃতির ডাকে আমি দিই যখনই সাড়া
স্মৃতির ভাঁজে যাই হারিয়ে, হয়ে বাঁধনহারা।
খেলার সাথি পড়ার সাথি খুঁজে আমি ছুটি
খুশিতে খাই মেঠোপথের ধূলোয় লুটোপুটি।
মা শেখাতো, কানের কাছে এসে চুপি-চুপি…
বাবাকে বল, কিনে দিতে পাঞ্জাবী আর টুপি।
তৈরি হতো স্বাদের পিঠা চালের গুঁড়ি কুটে
খুশির ছোঁয়ায় সারারাতের নিদ্রা যেত টুটে।
রাতের হাওয়া মধুর হতো পিঠাপুলির ঘ্রাণে
রাত পোহালে মজা হতো পুকুরঘাটে স্নানে।
পাঞ্জাবী আর টুপি পড়ে ঈদের নামাজ পড়ে
পরস্পরে প্রাণ জোড়াতাম কোলাকুলি করে।
সালাম করে, খুশি হতাম ঈদ-সালামি পেলে
ছেলেবেলার ঈদের খুশি স্মৃতির পটে খেলে।