শংকর দেবনাথ
ঝুলুক-ঝালুক শাপলা-শালুক বিলের জলে ভাসে,
ইচ্ছে মনে দিচ্ছে তাড়া একছুটে যাই পাশে-
কিশোরবেলার পারা।
একটা-দু’টো মুঠোমুঠো শাপলা তুলে- জলে,
লাফাই-ঝাঁপাই- না পাই খুঁজে বন্ধুদের আজ দলে-
হারিয়ে গেছে তারা।।
শিউলি কুড়াই গন্ধ উড়াই ভোরাই আলোর ছায়ে,
সুপ্ত-নিশির মুক্তো-শিশির জড়াই দু’খান পায়ে-
ইচ্ছে জাগে বুকে।
কিন্তু কোথায় কালের সোঁতায় সেদিন গেছে ভেসে,
মন তবু চায় শিউলি তলায় যাই ছুটে রাত শেষে-
একলা গোপন সুখে।।
সাধ জাগে আজ আধ-বয়েসেও কাশের বনে আসি,
শুভ্র হাসির খুব সোহাগে বাঁশির সুরে ভাসি-
স্বপ্নে অবিরত।
বুকের ভেতর সুখের সে ঢাক উৎসবেরই সাজে,
শরৎ এলেই দরদভরা ছন্দে আজও বাজে-
ছোট্টবেলার মত।