স্বাগতা ভট্টাচার্য
দূর্গা পূজা আসছে বলে
আমার খুকু হাসছে।
পায়নি খেতে ওদের খুকু
বানের জলে ভাসছে।
আমার খুকু পরবে পূজায়
টুকটুকে লাল জামা।
একটা জামা গায়েই শুকায়
এলেই বা কি উমা!
নেই পেটে ভাত ওদের খুকুর
মাথার চুলও রুক্ষ।
আমার খুকুর পায়ের জুতোয়
জরীর বুনন সুক্ষ।
আমার ঘরের লাড্ডু মিঠাই
আমার খুকু খাবে।
বান ভাসী আজ ওদের খুকু
লাড্ডু কোথায় পাবে?
নামটি তোমার অন্নপূর্ণা
আসছো ক’দিন পরে।
এবার এলে খাবার বসন
দিও ওদের ঘরে।
.
.
.
নবগ্রাম (গঙ্গাজলঘাটি),বাঁকুড়া