ট্রিং ব্রিং ছুটছে ফড়িং
শস্য খতের মাঠে।
গালফুলিয়ে হেসে দুলে
খেলতে যাই ঘাটে।
চিল উড়ে বিল ছেড়ে
উড়ে আকাশে ঘুড়ি ।
খেলবো হেসে গান গেয়ে
সাজবো বুড়ো বুড়ি।
টুপুর টাপুর বৃষ্টি জলে
ছোট বিবির বিয়ে।
ঘুর ঘুরিয়ে রৌদ পেরিয়ে
কাজি কাঁদে গিয়ে ।
ব্যাঙ ডাকে ঘ্যাংগের ঘ্যাং
ছোট জলা খালে ।
সাপ দেখে দোর মারে
খালের পানি ঘোলে ।
রসুলপুর ,বীরগঞ্জ , দিনাজপুর ।