এই দেখো ওই আসে রূপকথা রাত
তারারা খেলায় দেখো করে বাজিমাত।
সাদা জামা পরী নামে তাহাদের ডানা
স্বপ্নে উড়তে আমার নাহি কোন মানা।
হাতি নামে ঘোড়া নামে শব্দ ঝনঝন
রাজপুত্র হাতে ঘোরে আসি বনবন।
ব্যঙ্গমা-ব্যাঙ্গমি দেখে চোখ পিটপিট
শুকশারি করে শুধু রাগ খিটমিট।
সোনাকাঠি রুপোকাঠি ছোঁয়ালেই প্রাণ
কোটালপুত্রের হাতে তাহাদের ত্রাণ।
রাক্ষুসীর প্রাণভোমরা কোথা লুক্কায়িত
তাহা জেনে রাজপুত্র হয় উল্লসিত।
এক ডুবে জলে নেমে তুলে আনে কৌটো
এক কোপে কাটে দেখি ভোমরার মুণ্ড।
রাক্ষুসির প্রাণ যায় রক্ত নাহি ঝরে
রাজকুমারী জেগে ওঠে চক্ষুপাতা নড়ে।
এইভাবে গল্পকথা শেষ হয় শেষে
খোকাখুকু ঘুমে যায় চক্ষের নিমেষে।
- •
১৮৯/৯, কসবা রোড, কলকাতা-৭০০ ০৪২