আজ তোমার জন্মদিন, জানাই তোমায় জন্মদিনের শুভেচ্ছা। জন্মদিনের উপহার হিসেবে দিলাম তোমায় এক গুচ্ছ জন্মদিনের কবিতা।।জন্মদিন আমাদের জীবনের অত্যান্ত একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই জন্ম নিয়েছিলাম আমি, আপনি আমরা৷ সেই দিনটিকে স্মরণ করে রাখতে লেখা হয়েছে জন্মদিনের কবিতা (Jonmodiner Kobita) ছাইলিপিতে পড়ুন জন্মদিনের চমৎকার সব কবিতা।
জন্মদিনের কবিতা – মোস্তাফিজুর রহমান হিমেল প্রিয় কন্যা ! শত তপস্যার অন্তিমে দীর্ঘ তিমিরকে আলিঙ্গন করে, আলোর প্রভাত ফিরে পেয়েছো, এই মনুষ্য কূলে! প্রিয় কন্যা আমার ! তোমার প্রতীক্ষায় ...