জন্মদিন
জন্মদিনের কবিতা – মোস্তাফিজুর রহমান হিমেল
প্রিয় কন্যা !
শত তপস্যার অন্তিমে
দীর্ঘ তিমিরকে আলিঙ্গন করে,
আলোর প্রভাত ফিরে পেয়েছো,
এই মনুষ্য কূলে!
প্রিয় কন্যা আমার !
তোমার প্রতীক্ষায় গোটা পৃথিবী
নিরবে হেসে ছিল।
অমাবশ্যার বিপরীতে –
পূর্ণ চাঁদের সৌন্দর্য্য,
খুজে পেয়েছি তোমার মাঝে।
তোমার মানিকহীনা হাসি যেন,
অর্ধ চাঁদের সৌন্দর্য্য কে হার মানিয়েছে!
তোমার গুটি গুটি পায়ে সামনে এগিয়ে চলার তীব্র আকাঙ্খা যেন,
আমাকে বারংবার আগাম বার্তা দিচ্ছে ,
“তুমি মহিমান্বিত কোনো এক নক্ষত্র”!
লক্ষ্য থাকুক আকাশচুম্বী ,
হও তুমি চির উদ্যমী
এই কামনাই আমি করি ।
তোমার বাকিটা জীবন হোক
কল্যাণকর ও সুখময় !
এই প্রত্যাশাই তোমায় নিয়ে,
” প্রিয় ,রাবিয়া বশরী ফারিয়া নুর”
উৎসর্গ: প্রিয় ভাতিজির প্রথম জন্মদিন উপলক্ষে ‘লেখা ‘ জন্মদিনের কবিতা ‘।
আপনাদের প্ৰিয় মানুষের জন্মদিনে ও কবিতা তো ব্যবহার করার অনুরোধ থাকবে।