|আরিফুল ইসলাম আকাশ
ভূবন এর স্বর্গ হইয়াছে মা,
কী করিয়া ভুল তাহা?
যিনি করিয়াছে গর্ভে ধারণ,
যদি নাহি শোনো তাহার বারণ,
তবে বুঝিও হে ভ্রাতা
তোমার কপাল খারাপের এ মহা কারন।
কত যাতনা দিয়ে এসেছি তুমি- আমি,
এ ভূবনের মাঝে।
হয়নি মা কখনো অচেতন,
করেছে সদা আদর-যতন।
মা তো এক জীবন্ত জান্নাত,
তবে তুমি করিও না, তবুও নান্নাত,
চলে গেলে একবার,
ফিরে পাবে কোনো বার।
এভূবনে যত পিওর স্নেহ, সোহাগ,
ও ভালোবাসা ময়, এসব মায়ের আঁচল তলায়।
মা বুঝে না কখনও ঝুট,
তাই তার চরণেই এসে,
লুটিয়ে পরে সকল রাজমুকুট।
যখন ফুরিয়ে যায় মায়ের যৌবন,
তখন তুমি থাকো শৌর্যশালী।
তবে করিও না আঘাত মায়ের মান,
করিও সদা বৃদ্ধা মাকেই সন্মান।
তবে একটি কথা বুঝিও হে ভ্রাতা,
ইচ্ছা করে তো হয়নি বৃদ্ধা
মেনেছে খোদার আইন।
আজ তোমার নামের পাশে বড় ডিগ্রি,
লোকে বলে সদা তুমি মহা পন্ডিত।
রয়েছে সমাজে তোমারই বহু মান,
সবার ভালোবাসায় তুমিই যে মহান।
তবে এ মহানের নেই লাভ একতিল মোটে।
যদি নাহি পারো তোমার মায়ের,
দরবারে মহান হতে।
মহা যুগের আরব বালক,
মক্কা মদিনা রাষ্ট্রের নায়ক।
করেনি কখন মাকে হেয়াল,
সে তো মোদের আরব দুলাল।
বালক বয়ষেই হারায় মাতা,
মক্কা মদিনার হয়ে নেতা।
নাহি করিতে পারিল সেবা যতন।
এ হাবিলাস করে সর্ব সময়,
মৃত্যুর পূর্বক খন।
নলছিটি, ঝালকাঠি