জন্ম জননী

জন্ম জননী

 |আরিফুল ইসলাম আকাশ  

 

ভূবন  এর স্বর্গ  হইয়াছে মা,

কী করিয়া ভুল  তাহা?

যিনি করিয়াছে গর্ভে ধারণ, 

যদি নাহি শোনো তাহার বারণ,

তবে বুঝিও হে ভ্রাতা 

তোমার কপাল খারাপের এ মহা কারন।

কত যাতনা দিয়ে এসেছি তুমি- আমি,

এ  ভূবনের মাঝে।

হয়নি মা কখনো অচেতন,

করেছে সদা আদর-যতন।

 

মা তো এক জীবন্ত জান্নাত,

তবে তুমি করিও না, তবুও নান্নাত,

চলে  গেলে  একবার,

ফিরে পাবে কোনো বার।

এভূবনে যত পিওর স্নেহ, সোহাগ, 

ও ভালোবাসা ময়, এসব মায়ের আঁচল তলায়। 

মা বুঝে না কখনও ঝুট,

তাই তার চরণেই এসে,

লুটিয়ে পরে সকল রাজমুকুট।

 

যখন ফুরিয়ে যায় মায়ের যৌবন, 

তখন তুমি থাকো শৌর্যশালী। 

তবে করিও না আঘাত মায়ের মান,

করিও সদা বৃদ্ধা মাকেই সন্মান।

তবে একটি কথা বুঝিও হে ভ্রাতা, 

ইচ্ছা করে তো হয়নি বৃদ্ধা

মেনেছে খোদার আইন।

 

আজ তোমার নামের পাশে বড় ডিগ্রি, 

লোকে বলে সদা তুমি মহা পন্ডিত।

রয়েছে সমাজে তোমারই বহু মান,

সবার ভালোবাসায় তুমিই যে মহান।

তবে এ মহানের নেই লাভ একতিল মোটে।

যদি নাহি পারো তোমার মায়ের, 

দরবারে মহান  হতে।

মহা যুগের আরব বালক, 

মক্কা মদিনা রাষ্ট্রের নায়ক।

করেনি কখন মাকে হেয়াল,

সে তো মোদের আরব দুলাল। 

বালক বয়ষেই হারায় মাতা,

মক্কা মদিনার হয়ে নেতা।

নাহি করিতে পারিল সেবা যতন।

এ হাবিলাস করে সর্ব সময়, 

মৃত্যুর পূর্বক খন।

 

নলছিটি, ঝালকাঠি

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা সংকলন

জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা সংকলন

নীলিমা রৌদ্র-ঝিলমিল উষার আকাশ, মধ্যনিশীথের নীল, অপার ঐশ্বর্যবেশে দেখা তুমি দাও বারে-বারে নিঃসহায় নগরীর কারাগার-প্রাচীরের পারে। উদ্বেলিছে হেথা গাঢ় ধূম্রের কুণ্ডলী, উগ্র চুল্লীবহ্নি হেথা অনিবার ...
7 Answers to the Most Frequently Asked Questions About Automobile

7 Answers to the Most Frequently Asked Questions About Automobile

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
আশার বাতিঘর দেশরত্ন | কবিতা | মেহেদী হাসান

আশার বাতিঘর দেশরত্ন | কবিতা | মেহেদী হাসান

 I মেহেদী হাসান   কিশোরী বয়স, কতোরকম স্বপ্ন ডানা মেলে চোখের আকাশে। একটা ঈদ; নতুন শাড়ি, চুড়ি রঙিন ফিতা। সাবলীল সহজ কিছু চাওয়া-পাওয়া। সব চাওয়াতে ...
সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়ছে

সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়ছে

শিবাশিস মুখোপাধ্যায় sine qua non – সুনীল গঙ্গোপাধ্যায়ের কথা মনে পড়ছে আজকের দিনে সুনীল গঙ্গোপাধ্যায়কে ছারা কিছু লিখতে পারছিনা, তাই sine qua non (Latin , literally ...
মাহে রমজান 

মাহে রমজান 

গোলাম কবির  আসছে মাহে রমজান, আমরা বলি – আহলান সাহলান! কিন্তু তারপর? দ্রব্যমূল্যের পারদ আসমান ছুঁয়ে যায়! তেল, পেঁয়াজ, চিনি, মাছমাংস, এমনকি সামান্য বেগুনের দামের ...