জন্ম জননী

জন্ম জননী

 |আরিফুল ইসলাম আকাশ  

 

ভূবন  এর স্বর্গ  হইয়াছে মা,

কী করিয়া ভুল  তাহা?

যিনি করিয়াছে গর্ভে ধারণ, 

যদি নাহি শোনো তাহার বারণ,

তবে বুঝিও হে ভ্রাতা 

তোমার কপাল খারাপের এ মহা কারন।

কত যাতনা দিয়ে এসেছি তুমি- আমি,

এ  ভূবনের মাঝে।

হয়নি মা কখনো অচেতন,

করেছে সদা আদর-যতন।

 

মা তো এক জীবন্ত জান্নাত,

তবে তুমি করিও না, তবুও নান্নাত,

চলে  গেলে  একবার,

ফিরে পাবে কোনো বার।

এভূবনে যত পিওর স্নেহ, সোহাগ, 

ও ভালোবাসা ময়, এসব মায়ের আঁচল তলায়। 

মা বুঝে না কখনও ঝুট,

তাই তার চরণেই এসে,

লুটিয়ে পরে সকল রাজমুকুট।

 

যখন ফুরিয়ে যায় মায়ের যৌবন, 

তখন তুমি থাকো শৌর্যশালী। 

তবে করিও না আঘাত মায়ের মান,

করিও সদা বৃদ্ধা মাকেই সন্মান।

তবে একটি কথা বুঝিও হে ভ্রাতা, 

ইচ্ছা করে তো হয়নি বৃদ্ধা

মেনেছে খোদার আইন।

 

আজ তোমার নামের পাশে বড় ডিগ্রি, 

লোকে বলে সদা তুমি মহা পন্ডিত।

রয়েছে সমাজে তোমারই বহু মান,

সবার ভালোবাসায় তুমিই যে মহান।

তবে এ মহানের নেই লাভ একতিল মোটে।

যদি নাহি পারো তোমার মায়ের, 

দরবারে মহান  হতে।

মহা যুগের আরব বালক, 

মক্কা মদিনা রাষ্ট্রের নায়ক।

করেনি কখন মাকে হেয়াল,

সে তো মোদের আরব দুলাল। 

বালক বয়ষেই হারায় মাতা,

মক্কা মদিনার হয়ে নেতা।

নাহি করিতে পারিল সেবা যতন।

এ হাবিলাস করে সর্ব সময়, 

মৃত্যুর পূর্বক খন।

 

নলছিটি, ঝালকাঠি

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ডাকবাক্স

ডাকবাক্স

হুমায়রা বিনতে শায়রিয়ার মনে পড়ে প্রিয়- একটা চিরকুট পাঠিয়েছিলে, লিখেছিলে ভালোবাসো আমায়। সাথে দিয়েছিলে কালো কাচেঁর চুড়ি আর টিপের পাতা! আরো ছিলো কিছু। রাস্তায় দাড়িঁয়ে ...
হিন্দু (সনাতনী) ছেলেদের বাছাইকৃত সেরা নাম (২০২৪)

হিন্দু (সনাতনী) ছেলেদের বাছাইকৃত সেরা নাম (২০২৪)

অ দিয়ে হিন্দু ছেলেদের নাম ১.অসীম — প্রসিদ্ধ, মহান, অনেক বড়, বিশাল ২. অনিক — ভগবান গণেশ৩. অবদ — উপহার, পুরষ্কার৪. অকীল — বুদ্ধিমত্তা, বুদ্ধিমান৫. ...
অণুগল্প - অন্য পৃথিবী    

অণুগল্প – অন্য পৃথিবী  

হরিৎ বন্দ্যোপাধ্যায় বছর দশ হল স্বামী অনীশের সঙ্গে কোনো যোগাযোগ নেই সুরমার। কোনো ঝগড়া বিবাদ নয়, কোর্টের দ্বারস্থ হওয়া নয়। বিয়ের বছর তিনেকের মধ্যেই সুরমার ...
উজানে বহো রে

উজানে বহো রে

গৌতম সরকার  খুন দুটো শেষ পর্যন্ত হয়েই গেল, যদিও ‘প্ল্যান-এ’তে কোনও খুনের কথা ছিলনা। কিন্তু ড্রাইভার ফড়েটা এমন তিড়িংবিড়িং শুরু করল, তার ওপর তিনতলার ছাদের ...
অজান্তে

অজান্তে

জোবায়ের রাজু ছোট মামার এক মাত্র মেয়ে প্রজ্ঞার খুব বড় ঘরে বিয়ে ঠিক হয়েছে। ভাই ঝি’র বিয়েতে নেমন্তন্ন পেয়ে মায়ের তো আনন্দে নাচি নাচি অবস্থা। ...
কোরবানীর ঈদের সেরা কবিতা সংকলন (২০২৩) / ঈদ উল আযহা

কোরবানীর ঈদের সেরা কবিতা সংকলন (২০২৩) / ঈদ উল আযহা

ঈদ মোবারক আশিক মাহমুদ রিয়াদ বাতাসে বইছে দেখো আজ পবিত্রতার স্নিগ্ধতা আকাশে ফকফকে সূর্য, পাতা ঝিলমিল করা পত্রপল্লবি আজ এসেছে খুশির দিন, চারদিকে আনন্দের হিড়িক ...