জন্মনিবন্ধন তথ্য যাচাই ২০২৪

অনলাইনে জন্মনিবন্ধন তথ্য যাচাই

২০২৪ সালে এসেও নিজে নিজে কীভাবে জন্মতথ্য অনলাইনে অনুসন্ধান করবেন সেটি জানেন না? কোন চিন্তা নেই, এই লেখার মাধ্যমে আপনাদের সেসব বিষয়ে একটি পরিস্কার ধারণা দেওয়ার চেষ্টা করবো আমরা। তাই এটিকে আপনি এটি ২০২৪ সালে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য একটি সম্পূর্ণ নির্দেশিকা।

 

এই লেখার মাধ্যমে আপনি যেসব বিষয় জানতে পারবেনঃ

*জন্মনিবন্ধনের তথ্য যাচাই করার প্রক্রিয়া
*যাচাইকৃত জন্মনিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড
•জন্ম নিবন্ধনের জন্য কিভাবে আবেদন করতে হয়
• জন্ম-নিবন্ধন হারিয়ে গেলে করণীয় কি?
• জন্ম-নিবন্ধন অনলাইন কপি অনলাইনে পাওয়া না গেলে করনীয়
• জন্ম-নিবন্ধনের তথ্যসংশোধন
• সিটি কর্পরেশনে/ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভায় কিভাবে খোঁজ নিবেন
• ও এ সম্পর্কিত আরও অনেক তথ্য।

ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্নের বাস্তবায়িত রূপ। তাইতো লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। ২০২৪ সালে এসেও আপনি যদি নিজের জন্মতথ্য নিজে অনুসন্ধান কিংবা চেক না করতে পারেন তাহলে মন খারাপের কোন দরকার নেই। আমরা আপনাকে আজ হাতে কলমে শিখিয়ে দেবো কিভাবে জন্মতথ্য অনলাইন থেকে বের করতে হয়। তাই পুরো নির্দেশিকাটি মনোযোগ দিয়ে পড়ুন।

 

অনলাইনে জন্মনিবন্ধনের তথ্য যাচাই করা খুবই সহজ। সবচেয়ে ভালো হয় যদি আপনি ল্যাপটপ কিংবা ডেক্সটপ দিয়ে এ তথ্য যাচাই করতে পারেন। তবে ডিজিটালাইজেশন এর এই যুগে আপনি মোবাইল দিয়েও তথ্য যাচাই করতে পারেন।

জন্ম নিবন্ধন কেন দরকার হয়?

জন্ম নিবন্ধন কেন দরকার হয় এটি বলার অপেক্ষা রাখে না। আজকাল সরকারী কোন কাজের ক্ষেত্রে জন্ম নিবন্ধন দরকার পরে। কারণ জন্মনিবন্ধন হচ্ছে একটি রাষ্ট্রের একজন নাগরীকের ব্যাক্তিগত প্রথম পরিচয়। তাইতো শিশুকে স্কুলে ভর্তি সহ নানা বিষয়ের ক্ষেত্রে জন্মনিবন্ধনের প্রয়োজন হয়। এ ছাড়াও ভোটার হতে গেলেও জন্মনিবন্ধন প্রয়োজন হতে পারে। এবার আসুন কিভাবে জন্মতথ্য যাচাই করতে হয় সেটি সম্পর্কে আলোচনা করা যাক।

ধাপঃ ১-

জন্মতথ্য যাচাই করতে everify.bdris.gov.bd নামক ওয়েবসাইতে প্রবেশ করুন। এরপর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ YYYY-MM-DD ফরমেটে লিখে ফরম পূরণ করুন। এরপর ক্যাপচা পূরণ করে search বাটনে ক্লিক করলে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই হয়ে যাবে।

ফরমটিতে জন্ম “নিবন্ধন নম্বর” ঘরে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি লিখুন। এরপর “জন্ম তারিখ” ঘরে YYYY-MM-DD ফরমেটে আপনার জন্ম তারিখ লিখুন। সবশেষে যাচাই বাটনে চাপ দিন।

 

এরপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে সেখানে সবার নিচে একটি ক্যাপচা বক্স দেখতে পাবেন। আপনাকে সেই ক্যাপচাটি পূরণ করতে হবে। পূরণ করা হয়ে গেলে search বাটনে ক্লিক করুন। এরপর সাথে সাথে আপনার জন্ম তথ্য দেখতে পারবেন।

তাছাড়া আপনি এই কাজটি সরাসরি Jonmo Nibondhon Jachai করার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও করতে পারেন। তার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

প্রথমে https://everify.bdris.gov.bd লিংকে প্রবেশ করুন। অথবা Google এ গিয়ে everify.bdris.gov.bd search করে উক্ত ওয়েবসাইটটি খুজে পেতে পারেন। এটি জন্ম নিবন্ধন তথ্য যাচাই এর অফিসিয়াল ওয়েবসাইট। এই সাইটে বাংলাদেশের সকল নাগরিকের জন্ম তথ্য সংরক্ষিত আছে।

ধাপ: ০২-

ধাপ-১ সঠিকভাবে সম্পন্ন করার পরে ধাপ-২ এ আসুন। ওয়েবসাইটটিতে প্রবেশ করে Birth Registration Number এর ঘরে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন থেকে দেওয়া জন্মনিবন্ধনের নম্বরটি এই এই ঘরে লিখুন। যেমন ২০০২০১৫০০৩******* এরকম একটি নম্বর থাকে।

ধাপ: ০৩-

আপনার সঠিক জন্মতারিখটি এই ঘরে বসান। মনে রাখবেন, তারিখটি সঠিকই হতে হবে কোন ভাবেই ভুল হলে আপনার জন্ম নিবন্ধনের তথ্য আসবে না।

 

জন্মনিবন্ধন তথ্য যাচাই ২০২৪

 

ধাপ: ০৪-

ক্যাপচা সমাধান করুন। ক্যাপচাটি গাণিতিক সমাধান হিসেবে দেওয়া থাকে যেমন (২+৩)=? । এই ক্যাপচাটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এটিও ভালোভাবে সমাধান করুন। ব্যাস এবার আপনার সামনে আপনার জন্মতথ্য প্রদর্শিত হবে।

জন্মনিবন্ধন তথ্য যাচাই ২০২৪

যদি আপনি উপরের ধাপগুলো সঠিকভাবে পাড় করে আসেন তাহলে আপনি আপনার জন্মতথ্যটি দেখতে পাবেন। এবার অনুসন্ধান করুন আপনার একাডেমিক সার্টিফিকেট বা এসএসসি কিংবা JSC এর সার্টিফিকেটের সাথে এই জন্মনিবন্ধনের অনলাইন কপি এর তথ্য কোন ভুল আছে কি না? ভুল থাকলেও চিন্তার কোন কারণ নেই। আমরা এরপরের আর্টিকেল এ আলোচনা করেছি কিভাবে আপনি জন্মনিবন্ধনের তথ্যে ভুল থাকলে সেটি সংশোধন করতে পারেন।

জন্ম নিবন্ধন অনলাইন কপি কিভাবে ডাউনলোড করবেন পেজটি আপনার স্ক্রিনে থাকা অবস্থায় আপনার কম্পিউটার থেকে CTRL+P একসাথে চাপলে আপনি “Print to PDF” নামক একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করে সহজেই জন্ম তথ্য প্রিন্ট করতে পারবেন। অথবা মোবাইল স্ক্রিণে থাকলে পেইজটিকে ভালোভাবে মার্জিনে রেখে তারপর একটি স্ক্রিণশট নিয়ে সেটি দোকানে গিয়ে প্রিন্ট করতে পারেন।

সাধারণ জিজ্ঞেসাঃ

কিভাবে জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়?

https://everify.bdris.gov.bd এ প্রবেশ করে জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ এবং ক্যাপচা সমাধান করে search বাটনে ক্লিক করলেই জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম সনদ যাচাই কপি চলে আসবে।
নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?

হ্যাঁ করা যায়। তবে এক্ষেত্রে আপনাকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিসে যেতে হবে। জন্ম নিবন্ধন সার্ভারে সংরক্ষিত ডাটাবেইজ থেকে যে কোন ব্যক্তির নাম দিয়ে জন্ম নিবন্ধন তথ্য খুঁজে বের করা যায়।

জন্ম নিবন্ধন যাচাই ওয়েবসাইট লিংক কোনটি?

everify.bdris.gov.bd (অফিসিয়াল)।

জন্ম নিবন্ধন সনদ যাচাই করার ফি কত?

জন্ম নিবন্ধন সনদ Jachai করার জন্য কোনো ফি লাগে না।

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা যায়?

হ্যাঁ! মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায়। তবে এটি করতে ফোনের যেকোনো একটি ব্রাউজার থাকা অবশ্যক।

 

জন্ম নিবন্ধন হেড অফিস কোথায়?

জন্ম নিবন্ধন হেড অফিস বাংলাদেশের রাজধানী ঢাকার (১২০৭) আগারগাঁওয়ের স্থানীয় সরকার বিভাগের ভবনে অবস্থিত।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা যাবে?

শুধুমাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম সনদের তথ্য বের করা যায় না। কারণ এটি করতে birth certificate number বাধ্যতামূলক।

নলাইন জন্ম নিবন্ধন যাচাই লিঙ্ক কি?

অনলাইন জন্ম নিবন্ধন যাচাই করার অফিশিয়াল লিঙ্ক হলো https://everify.bdris.gov.bd। এটি জন্ম ও মৃত্যু নিবন্ধন সরকারি ওয়েব সাইটের লিঙ্ক।

জন্ম নিবন্ধন যাচাই Apps কোনটি?

জন্ম নিবন্ধন যাচাই করার অফিশিয়াল কোন Apps নেই। তবে Play Sore এ জন্ম নিবন্ধন সেবা নামে কিছু অ্যাপস পাওয়া যায়। এই Apps গুলো মূলত সরকারি ওয়েবসাইট কে অ্যাপে কনভার্ট করে বানানো।

No Record Found দেখানোর কারণ কি?

সঠিক জন্ম নিবন্ধন ও জন্ম তারিখ দেয়ার পরেও No Record Found দেখায়। এর কয়েকটি কারণ হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুরনো বা হাতের লেখা জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে যাচাই করা। জন্ম নিবন্ধন ভুল ইনপুট করা অথবা ১৬ সংখ্যার জন্ম নিবন্ধন নাম্বার ব্যবহার করা।

১৬ ডিজিটের জন্ম নিবন্ধন কিভাবে যাচাই করব?

১৬ ডিজিটের জন্য নিবন্ধন যাচাই করার জন্য নিবন্ধন নম্বরের শেষর ৫ ডিজিটের পূর্বে একটি (0) যুক্ত করে ১৭ ডিজিট করতে হবে।

অনলাইনে জন্ম নিবন্ধন না কি করবো?

আপনার জন্ম নিবন্ধনের কোনো তথ্য অনলাইন সার্ভারে খুঁজে না পাওয়া গেলে বুঝতে হবে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে নেই। সেক্ষেত্রে, আপনি খুব সহজ কিছু অনলাইনে জন্ম নিবন্ধন শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। অথবা , আপনার নিজ এলাকার ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিসে সরাসরি গিয়ে ফর্ম সংগ্রহ করে জমা দিয়ে আবেদন করতে পারবেন।

 

জন্ম নিবন্ধন ইংরেজি কিভাবে করবেন?

বিদেশে ভ্রমণের ক্ষেত্রে অনেক সময় জন্ম নিবন্ধন সার্টিফিকেট এর ইংরেজি ভার্সন লাগে। জন্ম নিবন্ধন ওয়েবসাইট এ যদি আপনার তথ্য ইংরেজিতে না থাকে , তাহলে উপরে দেওয়া সরকারি ওয়েবসাইট থেকে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

জন্ম নিবন্ধন কত দিনের মধ্যে করতে হয়?

একটি শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করে ফেলা উচিত। অনলাইনে জন্ম নিবন্ধনের পিডিএফ ফরমটি পাওয়া যায়।


 

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রয়োজন:

স্মার্ট মোবাইল ফোন বা ডেক্সটপ।
ইন্টারনেট সংযোজন (WiFi – Mobile DATA)
একটি ব্রাউজার ( সিকিউরিটি সম্পুর্ণ)
যাচাই এর জন্য জন্ম নিবন্ধন সনদ।

এইগুলি ব্যবহার করে আপনি অনলাইন থেকে আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। আশা করি আমাদের এই আর্টিকেল থেকে আপনি বুঝতে পেরেছেন কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়।

আরও জানতে নিচের ভিডিওটি দেখুনঃ

জন্মনিবন্ধন তথ্য যাচাই ২০২৪