মহীতোষ গায়েন
জল চাই,বিচ্ছেদ চাই না;
পুরানো বিবাদ মুছে ফেল,
নীল আকাশে ডানা মেলে দিয়ে
পাখিরা বাসায় ফেরে প্রেমে,অপ্রেমে।
সারাদিন মুখ লুকিয়েছি অসুখে,
জানি না কতটা আস্থা অর্জন করেছি,
তবে প্রতিদানে প্রতিজ্ঞাবদ্ধ…
পরীক্ষা নিলেই বোঝা যাবে সারবত্তা।
জল চাই,জল দাও…
জলের স্বপ্ন দেখতে দেখতে
কোনদিন আকাশে মিশে যাব,
হয়তো মাটিতে,দিশাহীন এ পথচলা।
কি আছে জলে অথবা জীবনে;
প্রতিদান,প্রতিরোধ অথবা শাশ্বত অমৃত?
নাকি অবিশ্বাস,অপ্রেমের জীবাষ্ম?
সবাই জাতিস্মর অথচ নির্বাক ব্রক্ষ্ম।