আজ প্রখ্যাত চলচ্চিত্রকার,ঔপন্যাসিক,গল্পকার এবং জহির রায়হানের জন্মতিথি। ১৯৩৫ সালের ১৯ শে আগষ্ট জহির রায়হান জন্মগ্রহণ করেন ফেনির মজুপুরে৷ মাত্র ১৪ বছর বয়সে কলকাতার নতুন সাহিত্য পত্রিকায় তার কবিতা-“ওদের জানিয়ে দাও” প্রকাশিত হয়।
তার প্রথম উপন্যাস ‘শেষ বিকেলের মেয়ে’ ১৯৬০ সালে প্রকাশিত হয়
মাত্র ২০ বছর বয়সে প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ এবং দুই দশকের সাহিত্যচর্চায় ৭টি উপন্যাস, ২টি গল্পগ্রন্থ;
মাত্র ২৬ বছর বয়সে প্রথম চলচ্চিত্র পরিচালনা কখনো আসেনি, এক দশকের চলচ্চিত্রচর্চায় বাংলা, ইংরেজি ও উর্দু ভাষার ১০টি চলচ্চিত্র পরিচালনা
। কিছু প্রযোজনা; প্রবাহ ও এক্সপ্রেস–এর মতো আলোড়ক সাময়িকপত্র সম্পাদনা তাঁর জীবনের স্মরণীয় কীর্তি। পাকিস্তান আমলে পেয়েছে সেরা চলচ্চিত্র, সেরা বইয়ের পুরস্কার।
বাংলা সাহিত্যে অবদানের জন্য গল্প শাখায় তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
তিনি তার উপন্যাস “হাজার বছর ধরে” এর মতো হাজার বছর ধরে বাঙালি তরুন-তরুনীদের জীবনে বেঁচে থাকবেন।
দেশ স্বাধীন হওয়ার পরে ভাইয়ের সন্ধানে মিরপুর যান এবং সেখান থেকে আর ফিরে আসেননি জহির রায়হান। ১৯৭২ এর ৩০ জানুয়ারির পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তার জন্মদিনে ছাইলিপি জানায় বিনম্র শ্রদ্ধা।
ছাইলিপি ডেস্ক