জাতীয় শোক দিবসের কবিতাপ্রথম পাতাসর্বশেষ

বঙ্গবন্ধু নামের চিরন্তন কবিতা

আশিক মাহমুদ রিয়াদ

আষাড়ে সকালে, হারায়ে সকলে
দৃষ্টি বিচলিত হয়েছে, বিক্ষিপ্ত হয়েছে রক্তের শ্রোত!
সেদিন কদমডালে বসে কেঁদেছে একটি কুহকপাখি
আকাশ বানীতে, শকুনের মায়াজারি!
ওদের পাশবিকতায় সেদিন কাঁকটাও কিছু খায়নি
কমলাপুরের টোকাইও সেদিন পথে বেরোয়নি।





নদীর স্রোত বয়ে গেছে খড়স্রোতে, নিশ্চুপে!
কিসের যেন, কোথার সে তো!
এক ক্রোধ এসে ডালপালা মেলেছে
মাতৃক্রোড়ে! পশুদের পাশবিকতায়!

বাতাসে ভাসে, আকাশে ওড়ে আষাড়ে মেঘ!
বৃষ্টিও সেদিন কুঁকড়ে কাঁদে!
৩২-এর বাড়িতে লেখা হয়েছে কালস্রোত
একদল হায়েনারা মেতেছে রক্তস্রোতের
নির্লিপ্ত, পাশবিকতার চরম উদ্ধ্রান্তে!

পদ্মা বয়ে গেছে নিশ্চুপে, যমুনাও তাই।
কীর্তনখোলার সলিল স্রোতে!
সুগন্ধা, বিষখালী কাঁদে
আষাড়ে কান্নায়।




হায়নার দল!
ভেবেছিলে মুজিব হারালেই হারাবে দেশ?
দুর্বিপাকের ঘুর্ণিপাকে, ঘুচে যাবে সব রেশ
সেঁ আঁধারে মায়া বাড়িয়ে,
দরাজ গলায় তর্জনী নাঁচিয়ে!
স্বাধীন করলো এ দেশ!




পাপের তাপে পুড়েছে রাইফেল, বেয়োনেট!
তাও তোদের কাঁপেনি হাত, নির্লিপ্ততার রাক্ষস
ভক্ষণে তোদের এত সুখ আসে স্ক্রাউন্ডেল!
পিতার দুয়ারে আজ রক্ত গড়ায়!
চিৎকারে কাঁদে গোটা স্বদেশ

কাঁদে স্বাধীন বাংলাদেশ,
কাঁদে বাঙালী কাঁদে।
শোক বিহ্বল সারাদিন
ঝড়ে বর্ষার ক্রদণ!

ফুলে-সবুজে রাঙে এ সমাধী
মায়া বাড়িয়ে আঁধার পেড়িয়ে,
হাল ধরেছে কণ্যাশ্রী!
ততদিনে তোদের অন্তরে বিষ ঝড়ে
স্বদেশ জুড়ে পিতার ছবিটা!
আর নবীনের কন্ঠে – গণজোয়ারে ভাসে
বঙ্গবন্ধু শেখ মুজিব নামের সেই চিরন্তন কবিতা।

 

[কবিতাটি ১৫-ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে লেখা হয়েছে। জাতীয় শোক দিবস! অত্যান্ত ভারাক্রান্ত দিন। এ দিন জাতি হারিয়েছিলো তার পিতাকে। পিশাচদের নির্মমতায়, কেঁদে উঠেছিলো গোটা বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলী। কবিতাটি যারা পড়েছেন, তারা কমেন্টে জানাবেন কবিতাটি কেমন লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে,  এ ধরণের আরও কবিতা লেখার অনুপ্রেরণা পাবো,]

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]