সাব্বির হোসেন
আমি কেবল বাঁচার জন্য বাঁচতে চাই না,
অর্থপূর্ণ জীবন চাই।
আমি কেবল দেখার দেখতে চাই না,
জানার জন্য দেখতে চাই,
বোঝার জন্য দেখতে চাই,
শেখার জন্য দেখতে চাই।
আমি কেবল পুণ্য লোভে কর্ম চাই না,
আত্মতুষ্টির সন্ধান চাই।
আমি কেবল স্রষ্টা ভয়ে
কিংবা লোকের দৃষ্টি ভয়ে
পাপ থেকে বাঁচতে চাই না,
নিজের মাঝে সত্য চাই।
আমাদের মাঝের সম্পর্কটুকু,
চাই না শুধু থাকুক বেঁচে
জড়িয়ে থাকার লোভে।
আমাদের মাঝে কথা হোক,
হোক তীব্র বাদানুবাদ।
আমাদের মাঝে স্পষ্টতা থাকুক,
থাকুক অর্থপূর্ণ নীরবতা কিংবা দূরত্ব।
দৃষ্টি মেলে চোখের পানে,
হৃদয় মাঝে দেখতে চাই।
আপন মনের গহীন থেকে
আমরা সবাই দুঃখ সুখে গাইতে চাই।