নন্দিতা দাস চৌধুরী
জীবন তো আর কিছু নয় জীবন্ত উৎসব,
চেতনার বীজ অঙ্কুরিত হয়ে বৃক্ষ ডালপালা ছড়ানো আঁকা বাঁকা পথ,
পথটাতো শুধু পথ নয় লক্ষ্যে পৌঁছানোর বিশ্বাস,
কতো দ্রুত দৌড়ে লিফটে পা রাখা,
কালোত্তীর্ণ মেঘের মাথার উপরে শুয়ে থাকা নীল আকাশটাকে ছুঁয়ে দেখার ঐকান্তিক প্রচেষ্টা,
কখনো আবার রৌদ্রের চিৎকারে সব শব্দ ডুবে যায় অতল সমুদ্রে,
আবার পোশাকে ঢাকা নগ্ন শরীরের লজ্জাহীন গতি,
স্বপ্নের সমুদ্রের কি ভয়ংকর ঢেউহীন শব্দহীন দিকচিহ্নহীন রূপ,
কেবল রাত্রি শেষে কপালে এক পশলা ঘাম নিয়ে জেগে ওঠা।
ধর্মনগর , উত্তর ত্রিপুরা।