সিনেমানামা ডেস্ক
বর্তমান সময়ে অন্যতম ক্ষুরধার পরিচালক রায়হান রাফির পরিচালনায় আসছে শাকিব খানের সিনেমা ‘তুফান’ এই সিনেমার কথশ্রুতিতে আছে, বাংলা সিনেমার অতীতের সব রেকর্ড ভাঙতে আসছেন রায়হান রাফি ও শাকিব খান। আসন্ন পবিত্র ঈদুল আযহায় সিনেমাটি মুক্তির জোড় গুঞ্জন শোনা যাচ্ছে। ইতিমধ্যেই চুড়ান্ত হয়েছে সিনামার দুই নায়িকা। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার সুযোগ পাচ্ছেন টালিউডের সুন্দরী মিমি চক্রবর্তী এবং আয়নাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ-প্রযোজনায় আসতে চলেছে। সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই, চরকি ও ভারতের সনামধন্য প্রযোজনা সংস্থা এসভি এফ। তাই ধারণা করা হচ্ছে সব কিছু মিলে তুফান ঝড় উঠাবে সিনেমা হলে।
‘তুফান’ সিনেমা প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনো কাজে কখনো বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের। সেই সাথে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’
তুফান সিনেমার ট্রেলার দেখুন (ফ্যান-মেড)
‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটে ছিলেন নাবিলা। শাকিবের ‘তুফান’ দিয়ে আবারও ফিরে আসছেন তিনি। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সাথে এত দিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।’
ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনির ভাষ্য, “করোনার সময় বলাবলি হয়েছিল যে সিনেমা হলের দিন শেষ। কিন্তু সেটা আসলে হয়নি। কেননা, সিনেমা হলো একটি এক্সপেরিয়েন্স, যেটা প্রেক্ষাগৃহে উপভোগ করা যায়। আর কোনও সিনেমা প্রেক্ষাগৃহে হিট হলে যে ওটিটিতে হবে না, তাও না। যেটার উদাহরণ ‘সুড়ঙ্গ’। এটা সিনেমা হলের পাশাপাশি চরকিতেও সুপারহিট হয়েছে।”
এদিকে এই দুই অভিনেত্রীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিন প্রযোজনা প্রতিষ্ঠান। শাকিব খানকে নিয়ে আবারও দারুণ কিছু উপহার দিতে চলেছেন ভক্তদের, এমনটাই প্রত্যাশা তাদের। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের সিনেমা ‘তুফান’।
“তুফান বাংলা সিনেমার জন্য একটা মাইলফলক হতে যাচ্ছে।” সব কিছু ঠিক থাকলে ঈদুল আযহাকে সামনে রেখে ১৭ই জুন সিনেমাটি মুক্তি দেওয়া হবে।