জোবায়ের মিলন
সূর্যের গর্ভেও জন্ম নিতে পারে অন্ধকার, নেয়/
হরিণীর পেটেও আসে শুয়োর ভ্রূণ/
শুয়োর জন্মায়/
‘টাইরেস ডেভান হ্যাসপিল’ তেমন একটি দীর্ঘপ্রাণ/
বিকৃত কুকুরের বীর্জ, বন্যমহিষ-/
একটি স্বপ্নের আম-মুকুল ঝরিয়ে দিয়েছে/
সুচালো শিং-এর ঘাইয়ে।/
টেজার-এ নিথর করে উপর্যপুরি ছুরিকাঘাত…/
সভ্যতার রঙিন দেশে অসভ্য এমন গন্ডার জন্মায়/
ষাঁড় বড় হয়, হিংস্র হয় মনুষ্যরূপ?/
সবজির ডোগাও হয়তো এত এত টুকরো করে না/ কোনো গৃহিণী/
আপেলও হয়তো এতটা ফালি ফালি করে না/
ভোজের টেবিলে কেউ!/
ভোরেই একটি ‘ফুটন্ত ফুল’ রক্তের টিউবে ডুবিয়ে দিলে/
বৈদ্যুতিক-করাতের কৌশলে, দানব মানব?/
ক্ষমার মাহাত্ত্বে মানুষ না হয়ে/
হয়ে উঠলে তীব্র জানোয়ার- শেইম হ্যাপসিল, শেইম…/
এই জঘন্য খুনের ঘটনা মনে থাকবে অনেক অনেক দিন/
ম্যানহাটন বাতাসের।/
কাকে আর বিশ্বাস করবো, কাকে আর বিশ্বাস করবে/ ইস্ট হিউস্টন স্ট্রিট?/