অসমাপ্ত আয়োজন
সব বেদনার মতো খুঁড়ে চলেছ
টুক করে বড় হওয়া সামান্ত প্রাণ
বাদামি রং তরুণ পৃথিবীর নৈঃশব্দ্য
এইখানে পাতাভরা দিন গোনে
বৃক্ষ দাঁড়ায়ে,মাটি ও ঘাস শুয়ে-
হেমন্ত দুপুরে কুয়াশার বন্দে নদীটি,
বিরাণ প্রান্তরে ফিরে যায় প্রতিদিন
ঢেউয়ের মতো শাদা টুপি পরা
লোকারণ্য পাখি হাওয়ার অরণ্যদয়-
অসমাপ্ত কবিতা-প্রেম,কবিতার কবি!
শুক্রবার
তুমি শুক্রবার বুকে ধরে ঘুমায়ে আছো
অথচ এত কথা ছিল,ধূসর সন্ধ্যায়-
একজোড়া ঠোঁটের কাছে নোঙর ফেলে
অন্যকারো ঠিকরে পড়া আঙুলের ছায়া,
পরিস্কার চেনা যায়,বাইরে হৈম মিছিল
বিন্দু বিন্দু নক্ষত্র গান,নাগরিক নবান্ন;
কেবল প্ল্যাকার্ড পৃষ্ঠা ভরে দাঁড়িয়ে আছি
ধানতারা মাঠ হতে শহরে,তোমাকে চাই
*
ডানা খসানো জল শব্দ
একটা এভিনিউ মাঠ,শাদা কঙ্কালসার,নৃত্য করে
ভ্রুণের মতো;জরায়ু মুখ খুলে তাকাইয়াছে,প্রাণগুলো
মেঘ সন্তরণে-মৃদু বাতাস,কুমড়োফুলের ডগা
গর্ভকেশরে বাদামি রং,ধূসর কিনারে আত্মীয় পৃথিবী-
আমাদের দালানবাড়ির কাছে,সমাগুচ্ছ আকাশ
দুঠোঁট থেকে ঝাঁপিয়ে পড়ে
আপ্তডানা খসানো ত্রাতা ভাষা,রোদ কুয়াশার শব্দময়!