ডাকবাক্স

ডাকবাক্স

হুমায়রা বিনতে শায়রিয়ার

মনে পড়ে প্রিয়-
একটা চিরকুট পাঠিয়েছিলে,
লিখেছিলে ভালোবাসো আমায়।
সাথে দিয়েছিলে কালো কাচেঁর চুড়ি আর টিপের পাতা!
আরো ছিলো কিছু।
রাস্তায় দাড়িঁয়ে কানে কানে বলেছিলে, ভালোবাসি!
প্রথমবার যখন হাত ধরেছিলে আর বলেছিলে, ভালোবাসো আমায়!
আমার থেকেও দশগুন বেশী?
কালো রঙটা আমার প্রিয় আর লাল রঙটা তোমার!
আমি লাল রঙটাকেও আপন করে নিয়েছিলাম।
এখনো সাজি আমি কালো চুড়ি, টিপ আর কাজল দিয়ে।
কোনো এক গল্পের ছলেই জেনে নিয়েছিলে তুমি আমার পছন্দটা।
চিরকুটটা স্বযত্নে রয়েছে আমার ডায়রীর ভেতরে!
গল্প হয় এখনও মনে মনে?
পুরোনো কিছু স্মৃতি এখনো নতুন লাগে।
সেই খুনসুটি প্রেমটুকু হয়তো হারিয়ে গেছে সমাজের ব্যস্ততার ভিড়ে।
কিন্তু একরাশ ভালোবাসা অবিরাম – অন্তহীন – অপরিবর্তনীয়!
শুধুই তোমার জন্যে –
প্রিয়!
কথা হয় এখনো তোমার আমার
মনে মনে?
তোমার দুষ্টুমি হাসি আর কতো কি?
ডাকবাক্স হারিয়ে গেছে,
তবুও তোমার জন্য লেখা চিঠিগুলো জমা আছে গয়নার বাক্সে!
দেখা হলে দিয়ে দিব, কেমন?
মনে থাকবে তো!
ছ’মাস হয়ে গেলো দু’ কিলো পথ হাঁটি নি তোমার সাথে তাল মিলিয়ে!
দেখা হলে পরেরবার?
না হয় হাজার কিলো পাড়ি দিব।
সাথে যাবে তো প্রিয়?
মনে থাকবে তো নিয়ে যাবার কথা!
কালো চুড়ি-টিপ আর লাল শাড়ি পড়ব,
তুমি না হয় কালো শার্টটা পড়ে এসো?
মনে থাকবে তো নিয়ে যাবার কথা প্রিয়!
টংএর দোকানে চায়ের বিলাসিতা করব আর আবার পাটকাঠি দিয়ে না হয় বলো, ভালোবাসি তোমায়!
আমার থেকে দশগুন বেশী?
তখন অর্নবের গানে হারিয়ে যাব দু’জন।
গল্প হয় এখনো তোমার আমার মনে মনে?
মনে থাকবে তো নিয়ে যাবার কথা প্রিয়?
জন কোলাহল হতে দূর বহুদূর?
শহর ছেড়ে দূর বহুদূরে গ্রামের দিকে!
খোলা হাওয়ায় উড়বে আমার আঁচল, তুমি সামলে নিবে আমায়?
আমি রাস্তার মাঝে হাঁটতে গেলে আমায় টেনে তোমার কাছে- পাশে নিও বরং প্রিয়?
মনে থাকবে তো প্রিয়-
সমাজের ঠুনকো দেয়াল ভেঙে বেড়িয়ে যাওয়ার কথা?
আমায় নিয়ে দূর বহুদূরে গ্রামের দিকে যাওয়ার কথা।
নারকেল গাছের তলায় বসে গল্প করব অনেক অনেক সময়।
দু’জনে গান ধরব আধো গলায়
মনে থাকবে তো প্রিয়?

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
গপ্প মীরের ঠেক; পুনর্জীবিত তারানাথ তান্ত্রিক; নব জাগরণ মীরের | Goppo Mirer Thek

গপ্প মীরের ঠেক; পুনর্জীবিত তারানাথ তান্ত্রিক; নব জাগরণ মীরের | Goppo Mirer Thek

ছাইলিপি ডেস্ক “গপ্প মীরের ঠেক” নামটি জুড়ে গিয়েছে বাংলা সাহিত্যের সাথে। রেডিও আরজে ও উপস্থাপক মীর আফসার আলী ‘গপ্প মীরের ঠেক’ নামে একটি গল্প পাঠ ...
ফরচুন বরিশাল কি প্লে-অফে যেতে পারবে না? Fortune Barishal

ফরচুন বরিশাল কি প্লে-অফে যেতে পারবে না? Fortune Barishal

স্পোর্টস ডেস্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) যেন জমে ক্ষীর। সাকিব-তামিমের দ্বৈরথ এবার স্বচোখে উপভোগ করলেন দর্শকেরা। তবে রংপুর রাইডার্সের সাথে হেরে নিজেদের কঠিন সমীকরণে ফরচুন ...
একটি কলম চাই  | মনিরুজ্জামান অনিক | সাপ্তাহিক স্রোত -১১

একটি কলম চাই | মনিরুজ্জামান অনিক | সাপ্তাহিক স্রোত -১১

| মনিরুজ্জামান অনিক   সেই কলমটা খুঁজতে খুজঁতে আমি ক্লান্ত। ঝিম মেরে বসে আছি জং ধরা জানালার পাশে, কতোকাল যে বসে আছি ঠিক ঠাওর করতে ...
কক্সবাজার নিউজঃ বাবার বিরুদ্ধে লড়বেন এই যুবক | কি তার পরিচয়?

কক্সবাজার নিউজঃ বাবার বিরুদ্ধে লড়বেন এই যুবক | কি তার পরিচয়?

এবার সন্তান হিসেবে স্বীকৃতি পেতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়ার কথা জানালেন এক ব্যক্তি। সন্তান হিসেবে স্বীকৃতি পেতে কক্সবাজারে আলোচিত সাংসদ বদির বিরুদ্ধে লড়বেন তার ...
বাংলাদেশের বন্যায়; ভারতের সুখ?

বাংলাদেশের বন্যায়; ভারতের সুখ?

আন্তর্জাতিক নীতি তোয়াক্কা না করে, বাঁধ নির্মাণ করেছে ভারত। ফেনী, খাগড়াছাড়ি, নোয়াখালি, রংপুর কুড়িগ্রাম সহ, ভারতের সীমানা বেষ্টিত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো ইতিমধ্যেই প্লাবিত হতে শুরু ...
অভিনেতা হৃতিক নাকি বাঙালি হৃতিক ?

অভিনেতা হৃতিক নাকি বাঙালি হৃতিক ?

হৃত্বিকের জন্ম জন্ম: ১০ জানুয়ারি, ১৯৭৪ সালে। চলচ্চিত্র পরিচালক রাকেশ রোশনের পুত্র হৃতিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং এক দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি অর্জন ...