Iমৌসুমী চট্টোপাধ্যায় দাস
প্রতিনিয়ত অবদমিত ইচ্ছেরা মরতে মরতে একদিন জেদ-পাখা পেল৷
পাখনা মেলা জেদ পৌঁছে দিল এক রঙিন সূর্যোদয়ে৷
সে সূর্যোদয়ের নাম স্বনির্ভরতা৷
হাজারটা কল্পনা, লক্ষটা স্বপ্ন প্রস্ফুটন পিয়াসী কুঁড়ি হয়ে ছিল সেই স্বনির্ভরতা লাভের মুহূর্তে৷
দেশ গড়ার কারিগর তৈরির কারখানায় কাজ পেয়েছি আমি৷
কচি কচি তাজা তাজা কুঁড়ি সুদৃশ্য গোলাপ হয়ে,
সুরভিত চামেলি হয়ে বিকশিত করবে ভারতবর্ষ৷
কিন্তু যে কুঁড়িরা সুষম খাদ্য আর রোদের অভাবে,
অথবা সাইক্লোনে, মরুঝড়ে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে
তাদের জন্য তো স্তূপীকৃত করতে পারছি না অদম্য জেদ!
যে জেদ অধিকার কেড়ে আনে,
যে জেদ মঙ্গলেও জল খুঁজে পায়৷
তবু চারাগাছে জল দি, লালন করি, আর বিশ্বাস করি
এই চারাদের কেউ কেউ অটবী হয়ে টেনে রাখবে দুর্বার ভুল স্রোতে ভাসা দুর্বল তরুলতাদের৷
পূর্ব বর্ধমান,পশ্চিমবঙ্গ ,ভারত