.
যদি শুধুমাত্র নিঃশ্বাস নেয়াকে বেঁচে থাকা বলে
তবে তাই হোক
যদি কেবল হেঁটে চলে বেড়ানোকে বেঁচে থাকা বলে
তবে তাই হোক
যদি শুধু হাসি খুশি থাকাকে ভালো থাকা বলে
হুমম তাই হোক না হয়
যদি উচ্ছ্বসিত হয়ে প্রগলভভাবে কথা বলাকে
প্রাণোচ্ছল সুখি থাকা বলে
তবে তাই হোক
তবে সমস্যা হয় তখন
যখন মনের চোখে দেখা হয়,
যখন বোঝা যায় যে কেবল নিঃশ্বাস
নেয়াকেই বলে না বেঁচে থাকা।
কেবল হেঁটে চলে বেড়ানোকে বেঁচে থাকা বলা যায় না।
শুধু হাসি খুশি থাকাকে ভালো থাকা বলা যায় না।
শুধু উচ্ছ্বসিত হয়ে কথা বললেই সুখি মানুষ হওয়া যায় না।
বলার শুধু একটাই আছে সেটা হলো
বেঁচে থাকা বা ভালো থাকা এত সোজা নয়!!!