সকল মৃত্যু মৃত্যু নয় –
কিছু কিছু মৃত্যু সাময়িক প্রস্থান মাত্র,
দৃশ্যপট বদলে আবার সদর্পে ফিরে আসা।
সকল কান্না কান্না নয় –
কিছু কিছু কান্না ক্ষণিকের বিরতিতে
শক্তি ও সাহসের সাথে অসীম ভালোবাসা।
সকল স্মৃতি স্মৃতি নয় –
কিছু কিছু স্মৃতি বিস্মৃতির অতল থেকে
উঠে এসে জ্বাজ্জল্যমান সূর্যের মতো জ্বলে।
সকল মৌনতা মৌনতা নয় –
কিছু কিছু মৌনতা কালের পর্দা সরিয়ে
তর্জনী নাড়িয়ে গর্জে উঠে জীবনের কথা বলে।
হে মহতি মহান জনক পুরুষ –
মৃত্যু তোমায় অমর করেছে কান্না দিয়েছে শক্তি।
স্মৃতি জাগানিয়া মহাকাব্যের
মৌনতা ভেঙে বিষাদে এসেছে চিরকালের ভক্তি।