সিনেমানামা ডেস্ক
তানজিম সাইয়ারা তটিনি। বাংলাদেশের নাটক ভক্ত হয়ে থাকলে এই নামটি এখন পর্যন্ত শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তটিনি এমন একটি নাম, যাকে হয়ত নামে না চিনলেও তার হাসিতে কিংবা মিষ্টি চেহারায় চিনে থাকবেন। অবশ্য তার আরও একটি নাম আছে, সুহাসিনি। এই নামটির মাধ্যমেই তার নাটকে একক যাত্রা শুরু হয়েছিলো। ‘বাঁচিবার তার হলো স্বাদ’ নাটকে ভিকি জাহিদের পরিচালনায় প্রথম নাটক তটিনীর। এরপর কাজ করে ব্যাপক আলো ছড়িয়েছেন ক্লোজ আপ কাছে আসার গল্পের নাটকে।
এর আগে বিভিন্ন বিজ্ঞাপন চিত্রে কাজ করলেও তটিনীর ছোটপর্দায় প্রথম কাজ হাউজ নম্বর ৯৬। এরপর কাজ করেছেন মিজানুর রহমান আরিয়ান, সহ বেশ কিছু ছোট পর্দার পরিচালকের সাথে। তানজিম সাইয়ারা তটিনী সম্পর্কে আমাদের এই বিশেষ আয়োজন,। এই ভিডিওতে আপনাদের জানাবো, তটিনীর একান্ত ব্যাক্তিগত কিছু তথ্য, তটিনীর সেরা নাটক সহ নানা ধরণের বিষয়। তাহলে চলুন দেরী না করে ভিডিও শুরু করা যাক।
সুহাসিনী! নামটি কি নতুন করে আবার বলতে হবে? মিষ্টিহাসি এবং মিষ্টিভাষী তটিনী। যে কারনেই তটিনীকে সুহাসিনী এবং সুভাষিনী দুটি নামেই ডাকে।
নদীর সরল-যৌগিক সরোবর বয়ে প্রাচ্যের ভেনিস বরিশালের বুক চিরে… তটিনী.. যার অর্থ নদী। সেই বরিশালের কীর্তণখোলা, সন্ধা, সুগন্ধা, বিশখালী বলেশ্বরের মতো আকাবাঁকা জলস্রোতের কাব্যকথার সুর ধরেই হয়ত তার নাম রাখা হয়েছিলো তটিনী। এসময়ের সব থেকে পছন্দের, মিষ্টিমুখ…তানজীম সাইয়্যারা তটিনী। ছোটবেলা থেকে বেড়ে ওঠা বরিশালে। হতে চেয়েছিলেন ডাক্তার কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। লেখাপড়া করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে।
পিপলু আর খান পরিচিলিত স্ট্রিমিং প্লাটফর্ম চরকির ওয়েবসিরিজ ‘কল্পনায়’ অভিনয় করে অভিনয় জীবনে শাণিত হয়েছে। এ কথা জানিয়েছেন তটিনী নিজেই। সম্প্রতি ক্লোজ আপ কাছে আসার গল্পে ‘সময় সব জানে’ নামের নাটকে অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা।
২০২৩ সালে মুক্তি পাওয়া তটিনীর কিছু সেরা নাটক হলোঃ প্রণয়, তোমায় হলো পাওয়া, সে বসে একা, অগ্নিগিরী, হঠাৎ বৃষ্টি, পথে হলো পরিচয়, পথে হলো দেখা সহ বেশ কিছু নাটক। তটিনী অভিনিত আপনার পছন্দের নাটকের নাম জানাতে পারেন কমেন্টে।
এবার চলুন বর্তমান সময়ে ছোট পর্দার এই সুহাসিনি সম্পর্কে তার ব্যাক্তিগত কিছু তথ্য জানা যাক। তটিনীকে নিয়ে গুগলে যে সার্চটি বেশি করা হয়ে সেটি হচ্ছে, তটিনীর বয়ফ্রেন্ড আসলে কে? অনেকেই তটিনীর বয়ফ্রেন্ড হিসেবে মাশরুর এনান অর্থাৎ সবার প্রিয় বরিশালের কিটো ভাইকে ভাবলেও, আসলে সে তটিনীর বয়ফ্রেন্ড না।তটিনী এবং মাশরুর এনান কিটো দু’জনেই বরিশালের তারা ছোট বেলা থেকে এক শহরেই বেড়ে উঠেছে। এবং তারা খুব ভালো বন্ধু। তবে ছোট পর্দায় বর্তমান যেসব প্রিয় জুটি আছে, তাদের মধ্যে তটিনীকে ইয়াশ রোহানের সাথে বেশ ভালো লাগে। দু’জন যখন স্ক্রিণ শেয়ার করে, তখন স্ক্রিণেই যেন মিষ্টতা ছড়িয়ে পরে। অন্যদিকে তটিনীর সাথে ড্যাশিং হিরো অপূর্বকেও বেশ লাগে। পর্দায় তটিনীর বয়ফ্রেন্ড অনেকেই হয়েছে, তবে তটিনীর ব্যাক্তিগত জীবনে তটিনীর আসল পুরুষ কে সেটি এখনো জানা নেই আমাদের।
আপনার যদি জানা থাকে এ সম্পর্কে, তাহলে কমেন্টে জানাতে পারেন।