বিরহের কবিতা – কাজী সামসুল আলম
সবাই মিলে সন্ধ্যা বেলা সেদিন মাঠে বসে
পড়ল দেখি আকাশ থেকে একটি তারা খসে,
আকাশ জুড়ে হৈ হুল্লোড় তারার ছুটোছুটি
সেই তারাটি মাটিতে পড়ে খাচ্ছে লুটোপুটি,
খবর পেয়ে ধ্রুবতারা দৌড়ে সেথায় আসে
কান্ড দেখে চাঁদের বুড়ি ফ্যালফ্যালিয়ে হাসে,
তাই দেখে চমকে উঠে তাকাই আকাশ পানে
তারারা সব ছুটছে দেখি সারাটি আসমানে,
চাঁদের আলোয় আলোকিত উঠে আকাশ হেসে
মেঘের দল ছুটে যায় হাওয়ায় ভেসে ভেসে,
জোনাক পোকা পড়ল এসে ফুট দশেক দূরে
তারার দল তেমনি আছে সারা আকাশ জুড়ে॥
পূর্ব মেদিনীপুর ,পশ্চিমবঙ্গ, ভারত ।