শাকিব খানের তুফান ঝড়ে যেনো উড়ে যাচ্ছে সব। তুফান সিনেমার মধ্য দিয়ে বাংলা সিনেমায় নতুন মাইলস্টোন ক্রিয়েট করতে যাচ্ছেন মেগাস্টার শাকিব খান। তুফান মুক্তির পর থেকেই ভক্তদের তুমুল ভালোবাসায় ভাসছেন শাকিব খান, হলগুলোতে ইতিমধ্যেই লেগে গিয়েছে তুফানি আমেজ। পাওয়া যাচ্ছে না টিকিট। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকে। তুফান সিনেমাটি ব্লকব্লাস্টার হওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে সিনেপাড়ায়। ফ্লিম ক্রিক্টিকরা বলছেন, রায়হান রাফি ও শাকিব খানের এই কম্বো যেনো ছাপিয়ে গিয়েছে অতীতের সব রেকর্ড।
তুফান: শাকিবের নতুন রেকর্ড | দ্বিতীয় খন্ডে থাকবেন আমিন খান? Shakib Khan | Dushtu Kokil