তুমিহীনা,
মেলাতে পারি না গানের ছন্দ,
ভাঙ্গতে পারি না মনের দ্বন্দ্ব!!
উড়াতে পারি না পরশের ফাগুন,
নিভাতে পারি না হৃদয়ের আগুন!!
শোনাতে পারি না শখের কোলাহল,
কুড়াতে পারি না চোখের কোনের জল!!
তোমাকে ছাড়া,
মোর প্রতি ক্ষণ হাহাকার করে!!
তোমাকে ছাড়া,
মোর প্রতিটা স্পন্দন শুন্যতায় ভরা!!
তোমার অনুপস্থিতিতে!
পিপাসিত হয়ে রই তোমার খোঁজে,
তোমার উপস্থিতিতে,
পুলকিত হয়ে রই তোমার নয়নে!!
তবে আজ,
হাজার মাইল দূরে বসে,
আগত বার্তার শব্দ শুনে,
অনুভব করি তোমায়!!
তবে পরশুর বাদলা দিনে,
নেই কোনো বার্তার ধ্বনি,
নেই কোনো মুখরুচি,
আছে শুধু তোমাকে না ছুঁতে পারার ভীমরতি!!
শুধু শুনেছি হিয়ার গান,
বেঁধেছি পরানের ফাঁদ,
ধরেছি শার্টের হাত,
বুনেছি ঊলের চাঁদ!!
তুমিহীনা,
বাঁচি না আমি-
হাসি না আমি-
কাঁদি না আমি-
মরি না আমি-
তুমিতেই পাই,
বাঁচা-মরা, হাসি-কান্নার
সমাহার।।
লেখক, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।