“তুমিহীনা” | ফারহানা ইয়াসমিন

"তুমিহীনা" | ফারহানা ইয়াসমিন

|ফারহানা ইয়াসমিন

 

তুমিহীনা,

মেলাতে পারি না গানের ছন্দ,

ভাঙ্গতে পারি না মনের দ্বন্দ্ব!!

 

উড়াতে পারি না পরশের ফাগুন,

নিভাতে পারি না হৃদয়ের আগুন!!

 

শোনাতে পারি না শখের কোলাহল,

কুড়াতে পারি না চোখের কোনের জল!!

 

তোমাকে ছাড়া,

মোর প্রতি ক্ষণ হাহাকার করে!!

তোমাকে ছাড়া,

মোর প্রতিটা স্পন্দন শুন্যতায় ভরা!!

 

তোমার অনুপস্থিতিতে!

পিপাসিত হয়ে রই তোমার খোঁজে,

তোমার উপস্থিতিতে,

পুলকিত হয়ে রই তোমার নয়নে!!

 

তবে আজ,

হাজার মাইল দূরে বসে,

আগত বার্তার শব্দ শুনে,

অনুভব করি তোমায়!!

 

তবে পরশুর বাদলা দিনে,

নেই কোনো বার্তার ধ্বনি,

নেই কোনো মুখরুচি,

আছে শুধু তোমাকে না ছুঁতে পারার ভীমরতি!!

 

শুধু শুনেছি হিয়ার গান,

বেঁধেছি পরানের ফাঁদ,

ধরেছি  শার্টের হাত,

বুনেছি ঊলের চাঁদ!!

 

তুমিহীনা,

বাঁচি না আমি-

হাসি না আমি-

কাঁদি না আমি-

মরি না আমি-

 

তুমিতেই পাই,

বাঁচা-মরা, হাসি-কান্নার

সমাহার।।

 

 

লেখক, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
শোক নয় শক্তি | জাতীয় শোক দিবসের কবিতা আবৃত্তি

শোক নয় শক্তি | জাতীয় শোক দিবসের কবিতা আবৃত্তি

আশিক মাহমুদ রিয়াদ পঁচাত্তরের পনেরোই আগস্টে একটি দগ্ধ প্রহর, করুণ সুর বয়ে গেছে বাতাসে, বিন্দু বিন্দু জল..সকাল হতবিহ্বল, মেঘ ওড়ে আকাশে! বত্রিশ নম্বরের বাড়িটা আজ ...
উত্তপ্ত উদাস দুপুর

উত্তপ্ত উদাস দুপুর

| গোলাম রববানী    এই যে বাতাস নরম বাতাস  আরো নরম গরম বাতাস একলা নহে বইছে সবার মাঝে কেউ যে পুড়ছে তাপদাহে আবার কেউ পুড়ছে ...
বেকুটিয়া সেতু

বেকুটিয়া সেতু

উদ্বোধন হলো আরেকটি স্বপ্নের সেতু! বাংলাদেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা এগিয়ে গেলো আরেকধাপ।  পদ্মা সেতু বাঙালীর নবগৌরবের এক অদম্য স্থাপনা। কয়েকদিন আগে বাংলাদেশের ইতিহাস সৃষ্টিকরা ঘটনা ...
মেয়েদের হিজাব/বোরকা পরা সুন্দর প্রোফাইল পিক ২০২৪

মেয়েদের হিজাব/বোরকা পরা সুন্দর প্রোফাইল পিক ২০২৪

প্রায়শই অনেকে নিজের ছবি ফেসবুকে আপলোড দিতে দ্বিধা বোধ করেন। বিশেষ করা যারা মুসলিম নারী রয়েছেন তাদের ক্ষেত্রে নিজের মুখমন্ডলের ছবি প্রকাশ না করেও কিন্তু ...
কত? জনম ধরে- মোঃ রাসেল শেখ 

কত? জনম ধরে- মোঃ রাসেল শেখ 

মোঃ রাসেল শেখ    কত জনম ধরে…. কষ্ঠি পাথরের আঘাতে খুঁজেছি একজনারে। কয়লার শো শোর পরশে- পুড়িয়ে লাল করেছি ভালোবাসায় তারে। সাদা খাইদ-য়ের শেকলের- বেড়িতে ...
''আপনার স্তনগুলো খুব সুন্দর!''

”আপনার স্তনগুলো খুব সুন্দর!”

ইন্টারনেট থেকে পাওয়া মায়ানগরীর রাস্তাতেই হেনস্থার শিকার ‘বিগ বস’ খ্যাত আয়েশা খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তুলে ধরলেন ভয়ংকর অভিজ্ঞতার কথা। তাও আবার একটি নয়, বেশ ...