“তুমিহীনা” | ফারহানা ইয়াসমিন

"তুমিহীনা" | ফারহানা ইয়াসমিন

|ফারহানা ইয়াসমিন

 

তুমিহীনা,

মেলাতে পারি না গানের ছন্দ,

ভাঙ্গতে পারি না মনের দ্বন্দ্ব!!

 

উড়াতে পারি না পরশের ফাগুন,

নিভাতে পারি না হৃদয়ের আগুন!!

 

শোনাতে পারি না শখের কোলাহল,

কুড়াতে পারি না চোখের কোনের জল!!

 

তোমাকে ছাড়া,

মোর প্রতি ক্ষণ হাহাকার করে!!

তোমাকে ছাড়া,

মোর প্রতিটা স্পন্দন শুন্যতায় ভরা!!

 

তোমার অনুপস্থিতিতে!

পিপাসিত হয়ে রই তোমার খোঁজে,

তোমার উপস্থিতিতে,

পুলকিত হয়ে রই তোমার নয়নে!!

 

তবে আজ,

হাজার মাইল দূরে বসে,

আগত বার্তার শব্দ শুনে,

অনুভব করি তোমায়!!

 

তবে পরশুর বাদলা দিনে,

নেই কোনো বার্তার ধ্বনি,

নেই কোনো মুখরুচি,

আছে শুধু তোমাকে না ছুঁতে পারার ভীমরতি!!

 

শুধু শুনেছি হিয়ার গান,

বেঁধেছি পরানের ফাঁদ,

ধরেছি  শার্টের হাত,

বুনেছি ঊলের চাঁদ!!

 

তুমিহীনা,

বাঁচি না আমি-

হাসি না আমি-

কাঁদি না আমি-

মরি না আমি-

 

তুমিতেই পাই,

বাঁচা-মরা, হাসি-কান্নার

সমাহার।।

 

 

লেখক, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
সূর্যাস্তের ছবি

সূর্যাস্তের ছবি

কার্ত্তিক মণ্ডল রাতের তারাদের স্বপ্ন ভাঙার আর্তনাদ শুনি গাছে পাতায় জড়ানো জোনাকির বাসর ঘর , কি মনোমুগ্ধকর আলোক সজ্জা লতায় ঘেরা পথ উঁকি দেয় খাদের ...
শিরোনামহীন - ৬৯ / গোলাম কবির

শিরোনামহীন – ৬৯ / গোলাম কবির

গোলাম কবির কেনো এতো সরে থাকো, আনমনে কি যেনো ভাবো, শীতের শীর্ণ নদীর মতো  হয়ে থাকো ম্রিয়মান, কষ্ট গুলো লুকিয়ে রাখো কোন গাছের কোটরে! কবিতার ...
খুশির ঈদ এসেছে

খুশির ঈদ এসেছে

সাবিরুল সেখ ত্রিশ দিনের রোজার শেষে খুশির ঈদ এসেছে, ধরার বুকে ফোয়ারার মতো আনন্দে সব হেসে উঠেছে। রমজানের ঐ পরে দেখো সওয়ালের চাঁদ উঁকি দিয়েছে, ...
কাউকে নয় 

কাউকে নয় 

|নীহার রঞ্জন দাস   দেখুন মশাই অনেকদিন থেকেই ঘরবন্দি আমরা এখন লকডাউন তেমন ভাবে নেই আজ আমি আপনাদের সামনে আসতে পেরে খুব সতেজ ভাবছি নিজেকে ...
অয়োময়

অয়োময়

জোবায়ের রাজু এক সময়ে অধিক সম্পত্তির মালিক ছিলেন আজিজুর রহমান। এখন আর কোনো কিছু অবশিষ্ট নেই। সারাবছর যে ভাইদের পড়ালেখার খরচ আর সুখ শান্তির পেছনে ...
গল্প- ফিরে দেখা- আব্দুল্লাহ অপু 

গল্প- ফিরে দেখা- আব্দুল্লাহ অপু 

আব্দুল্লাহ অপু  পুরনো ঢাকায় একটা রেস্টুরেন্ট আছে। সাইনবোর্ডে রেস্টুরেন্টের নাম পরিস্কার বোঝা যায় না তবে তাতে কাস্টমারদের খুব একটা সমস্যা হয় না। যেকোনো রিকশাওয়ালাকে বললেই ...