আশিক মাহমুদ রিয়াদ
তুমি আমায় আদর করো উষ্ণ হাতে শীতল অলীকে,
তুমি আমায় আদর করো প্যারাফিন ছোঁয়া অঘোর অসুখে,
তুমি আমায় আদর করো বসন্তের স্নিগ্ধ বাতাসে
তুমি আমায় আদর করো বিষণ্যে ডুবে থাকি যখন।
তুমি আমায় আঁদর করো, জ্বর কাতুরে শরীর এখন!
তুমি তুমি তুমি! আমায় ধরো, আদর করো, চুমু খেও।
শেষ রাতের স্নিগ্ধ আবেশে, তোমার নিষ্পাপ মুখ।
তোমার স্নিগ্ধ চেহারায় মিশে আছে অদ্ভুত জড়তা।
তুমি যেন পবিত্র, স্নিগ্ধ সুন্দর উড়ো বাতাসের নিঃশর্ত মুক্তি
আমি তোমাতেই মুক্তি চাই, অশোকের জেলখানায়,
আমার বিচার তুমিই করো। তাও তুমি আমায় আদর করো।
তুমি আমায় জাপটে ধরো,
চোখের তারায় চোখ রেখে, তুমি আমায় পাগল করো।
ঝড়ের মতো প্রলয় হয়ে প্রেম বাতাসের খেয়াল হয়ে
তুমি আমায় আঁদর করো! তুমি আমায় ধরে রাখো
শরীর ছোঁয়ার কাঁতরতায়, তুমি আমার সকাল হয়েও
অশান্তির ঝড় ঝাপ্টায়, তুমি আমায় ভালোবেসো
চৈত্রের অতৃপ্ত খরায় !
তুমি আমায় আঁদর করো মেঘ ফুরানোর আগে,
তুমি আমায় জাপটে ধরো আষাড় রাতের বজ্রপাতে।
তুমি আমায় শুধু ভালোবেসো, বৃষ্টি নামার আগে।
সবটুকু ঋণ শোধ করে দেব আজ,
ঘুমহীন মাঝরাতে।
তুমি আমায় আঁদর করো, শেষ বিকেলের অভিযোগে
তুমি আমায় জাপটে ধরো, অন্ধকারে ভয় পেলে
অন্ধকারে ভয় কিসের মেয়ে, আছি তোমার পাশে।
আমি তোমায় আঁদর করি, ঘুমকাতুরে মগ্ন ঘ্রাণে।
তুমি আমায় একটু আঁদর করো, রাত ফুরানোর আগে!
প্রণয় শিখায় জ্বলছে আগুন, অন্তরে ফুটেছে ফাগুন।
শিহরণের প্রতিরাতে, তুমি আমায় আঁদর করো
মেঘ ফুরানোর আগে!