তোমাকে ভীষন অপছন্দ আমার,
অথচ,গেলো কয়েকটি বছর তুমি
আমারই পছন্দের ছিলে!
তোমাকে ভীষন ঘেন্না লাগে আমার,
তুমি মিথ্যে অভিনয়ের মঞ্চ কাঁপানো প্রেমিকা!
তোমাকে ভীষন অনুভব করছি না আমি,
অথচ গেলো কয়েকটি বছর তোমাকেই শুধু অনুভব করেছিলাম!
তোমাকে ভীষন ভালোবাসতাম আমি!
অথচ আজ তোমাকে ভালো না বাসা আমিই শুধু আছি!
তোমাকে ভীষন অবিশ্বাস করছি আমি,
অথচ একদিন তুমিই ছিলে আমার বিশ্বাস!
তোমাকে ভীষন কষ্ট দিতে ইচ্ছে হয়!
অথচ,কষ্ট দিয়ে আমি কাপুরুষ হতে চাইছি না!
তোমাকে ভীষন অভিশাপ দিতে ইচ্ছ হয় আমার!
তবুও তোমায় প্রার্থনাতে রেখেছি আমি শতবার!
তোমাকে ভীষন রকমের চাইছি না এই আমি!
অথচ গেলো কয়েকটি বছর তুমিই ছিলে আমার চাওয়ার একমাত্র কারন!
তোমাকে ভীষন অপছন্দ আমার!
এস.এস খালেদ রোড, কাজীর দেউড়ী,চট্টগ্রাম।