অমিত মজুমদার
আমার ঘরে বাঘ এসেছে
তোমার দেহে কুমীর কেটে খাল
দাঁড়িয়ে আছি মাঝ আকাশে
দেখতে পাচ্ছি আপেল রাঙা গাল।
একটু না হয় দোলই খাবো
পায়ের নীচে অলীক থাবা চাই
শ্বাপদ বিপদ যাই বলো না
আসলে সব ডুবন্ত বনসাই।
তোমার চোখেও জল জমেছে
কুমীর ডাঙাই খেলতে হবে আজ
তাই তো এমন নদীর তীরে
গ্রহণ বেলাও লিখেছে তার সাজ।
আঁধার কার্ডে সলতে নড়ে
হাওয়া বদলে উঠতে থাকে ঝড়
বাঘের লেজে কামড় দিয়ে
বুকের থেকে বুকের দিকে জ্বর।
তুমি একটু সামলে ওঠো
ফাঁদের গায়ে চাঁদ লেগে হয় শোক
কলঙ্ক যা সরিয়ে রেখে
কুমির ডাঙায় গায়েহলুদ হোক।