গ্রীষ্মের প্রখরতায় খুঁজে পাই,
তোমার মুখের তুমি।
বর্ষার অঝরে ঝরে যায়,
তোমার মুখের তুমি।
বসন্তের রঙ্গিন ছোঁয়ায় খুঁজি ,
তোমার মুখের তুমি।
বৈশাখের ঝর হাওয়ায় উড়ে,
তোমার মুখের তুমি।
নীরব গাছের ছাঁয়ায় ভাসে,
তোমার মুখের তুমি।
চাঁদের মায়াবী মুখ পৃথিবীকে জানাই,
তোমার মুখের তুমি।
ঘোর আমাবস্যায় হিয়াকে আলোকিত করে,
তোমার মুখের তুমি।
নিস্তব্ধ আকাশে মিটমিট করে তারা জ্বালায়,
তোমার মুখের তুমি।
হৃদয়ের কঠিন বাঁধ ভেঙ্গে ফেলে,
তোমার মুখের তুমি।
উষ্ণ দেহের সুখ ছুঁতে পারে,
তোমার মুখের তুমি।
নির্ঘুমে সারাটি রাত পার করে,
তোমার মুখের তুমি।
সোনালী রৌদ্রের ঝাঁকে বিষন্নতাকে গ্রাস করে,
তোমার মুখের তুমি।
ইচ্ছের গোলাপি ঘুড়ির সুতো কেটে ফেলে,
তোমার মুখের তুমি।
ঘুমের নেশায় চোখের পাতায় বিশ্রাম নেয়,
তোমার মুখের তুমি।
স্বপ্নজালে এসে রং ছিটায়,
তোমার মুখের তুমি।
মনের দুয়ারে অস্থিরতা বাড়ায়,
তোমার মুখের তুমি।
বুকের নাওটা আনমনে দোলায়,
তোমার মুখের তুমি।
এক গুচ্ছ গোলাপ হাতে,
ফাগুনকে কোলে নিয়ে,
দেখতে চাই তোমার মুখে তুমি শব্দের ব্যবহার।।
লেখক,শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়।