তুলিকা আদিত্য
এরকম করে কথা বলছ কেন?
কি হয়েছে? তুমি এরকম করে তো কথা বলোনা! বেশ কয়েকদিন ধরেই দেখছি তুমি আমাকে এড়িয়ে চলছো !
সত্যিটা বলবে কি শৌনক??
আমি তোমাকেই বলছি কি?? বলবে না ??
শৌনক একটু থেমে ,
কি আর বলবো লতা??
তোমাকে কিছু বলার নেই! তোমার এখন অনেক নামডাক হচ্ছে!
ফেসবুক খুললেই তোমার বিভিন্ন পোজে ছবি দেখে আমার চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে,
আত্মীয়-স্বজন যাদের যাদের তোমার কথা বলেছি, তারা প্রত্যেকেই আমাকে মজা করে জিজ্ঞাসা করে কিরে লতাকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় ।
হ্যাঁ,,,আমার ছবিগুলো আজকাল অনেক ভাইরাল হয়েছে।
অনেক জায়গা থেকে ডাক পাচ্ছি মডেলিংয়ের জন্য।
ও তাহলে তো আর কথাই নেই ,,,তুমি এখন কারোর মাধবীলতা, কনক লতা, ঝুমকো লতা, কলমি লতা, কতকিছু নাম নিয়ে তোমাকে ডাকা হচ্ছে।
ও ,,,তাহলে তুমি আমার প্রত্যেকটা ছবির নিচে বিভিন্ন কমেন্টগুলো পড়ো।
আমি ভাবি তুমি হয়তো আমার ছবিগুলো দেখতে পাওনি,, একটা ছবি তেও তো তোমার কোন লাইক কমেন্ট কিছুই পাইনা ।
আমি আশা করে থাকি,, তুমি আমার ছবিটার জন্য কিছু প্রশংসা মূলক বাক্য বলবে।
কিন্তু প্রশংসা মূলক বাক্য তো দূরের কথা,, তুমি তো একটা লাইক দিয়েও আমাকে আনন্দ দাও না, ও ,,তোমার ছবি গুলোর নিচে লাইক কমেন্ট করলেই বুঝি তোমার জন্য কিছু করা হয়,
দারুন
ওইসব আদিখ্যেতা আমি করতে পারবোনা, এগুলো আদিখ্যেতা নয়, ভালোবাসার প্রকাশ,, মাঝে মাঝে ভালবাসাটাকে প্রকাশ করা শিখতে হয়, জানতে হয় ,
যখন আমরা রোজকার ডাল ভাত খাই ,
সেটা অরুচি হয়ে যায়,
রোজ মাংস ভাত খেলেও দেখবে দুদিন পর সেটা আর আমাদের খেতে ইচ্ছে করেনা।
সেটাকেই অন্যরকম করে পরিবেশন করলে সেটা আবার নতুন হয়ে ওঠে।
দেখো তোমার এসব তত্ব কথা আমি জানি না, শোনার সময় ও নেই ,
তোমাদের তথাকথিত ফর্মালিটিস
আমি মানি না,
আমার আজকে তোমাকে এই জন্য এখানে ডাকা আমি আর আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবো না,
এত লাইক কমেন্টের ভিড়ে আমি নিজেকে হারিয়ে ফেলছি,
তুমি তোমার মতো ভালো থাকো, সুখে থাকো, নামডাক করো ।
আমি আমারটা বুঝে নেব ।
শৌনক,,,!!! এত বড় কথাগুলো তুমি বলতে পারলে !
এতদিনকার সম্পর্ক আমাদের ,
লতা,,,,তুমি তো তার একটুও মর্যাদা দাওনি।
আমার ইচ্ছে অনিচ্ছে গুলোকে তুমি তো একটুও প্রাধান্য দাও নি।
তোমার ইচ্ছে অনিচ্ছে মানে !
তোমার কথাতেই তো আমি এই ছবিগুলো তুলেছিলাম ।
ছবিগুলো তুলেছিলাম ,,সেগুলো পাবলিকলি এক্সপোজ করবার জন্য নয়।
ও তাহলে সবাই আমার প্রশংসা করুক,
আমার রূপের বাহবা দিক, সেটা তুমি চাও না,
তুমি চাও ……লতার কথা আটকে যাচ্ছে,, কান্নায় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না।
নিজেকে সামলে নিয়ে ! তুমি কি চাও শৌনক??
তুমি তো আমার এই সুন্দর রূপ টা দেখেই পছন্দ করেছিলে!
যে প্রায় লক্ষ জনের মধ্যে আমি অন্যরকম,
এইরকম তুমি আগে কখনো দেখোনি,
আমার প্রত্যেকটা অবয়বের প্রশংসা করতে তুমি!
প্রত্যেকটা মুহূর্তগুলো তোমার চোখে বন্দী হয়ে থাকতো।
তুমি আমার বিভিন্ন মুহূর্তগুলো আমার সাথে তোমারই মুঠোফোনে বন্দী করে রাখতে।
আজকে তোমার মুখে এরকম কথা!
সময় আজকে তোমাকে অন্যরকম করে দিলো।
আমি ভাবতে পারছি না তুমি কি করে এমন বদলে গেলে ?
এই অল্প সময়ে তুমি কিভাবে নিজেকে পরিবর্তন করে ফেললে ?
আমি তো আগেও প্রচুর ছবি দিতাম তখন অবশ্য ক্যামেরায় ।অ্যালবামের ছবিগুলো তোমায় দেখিয়েছি,,লতা বাকরুদ্ধ।
তার সামনে এক অন্য শৌনক,, যাকে লতা কোনদিন দেখেনি ।
কিছুই অন্যরকম হয়নি,,লতা!
সম্পর্কে একটা দায়িত্ব থাকে।
আমি কোন দায়িত্বে অবহেলা করেছি,
আমি তো এই প্রত্যেকটা জিনিস গুলো ,
আমি তোমার কাছ থেকে আশা করতাম,
তোমার মুখ থেকে শুনতে চাইতাম ।
যে জিনিসগুলো একটা দিনও আমি তোমার মুখ থেকে শুনতে পাইনি ।
আমার শত শত ভক্তরা, শত শত এই সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তারা প্রশংসা করেছে,
অথচ তোমার মুখ দিয়ে একটি বার ও
শুনলাম না ,
তোমাকে এই ছবিটায় মনোমুগ্ধকর লাগছে!
অথচ তোমার সেই নতুন পিএজডির সময়
থিসিস পেপারটা যখন পাবলিশ হয়েছে
আমি ওটা স্ক্রিনশট নিয়ে বারবার আমার প্রোফাইলে শেয়ার করছিলাম,
তোমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল,
ওইটা আমি বিভিন্ন গ্রুপে দিয়েছিলাম ,যাতে…. তুমি মানে, আমার ভালোবাসার মানুষকে পৃথিবীসুদ্ধ লোক চিনুক ..জানুক।
কি অদ্ভুত নিয়তির পরিহাস দেখো ??
আজকে তোমাকে আমি কি চোখে দেখতাম!
আর তুমি আমায় কি চোখে দেখতে !
নামিয়ে দিলে তুমি আমাকে !
ঝুমকলতা বানিয়ে দিলে !
সেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ঝুমকোলতা ।
কত সহজে তুমি কনক লতা বানিয়ে দিতে পারলে!
যাকে কিছুদিন আগে পর্যন্ত আমি আমার হবু স্বামী বলে ভেবে এসেছি,
সে কিন্তু আমাকে তার হবু স্ত্রী ভাবেনি,
সে ভেবেছিল সেই লাইন ধারের ঝুমকো লতা!
সত্যিই তুমি এত বড় মাপের মানুষ ,
এত নামডাক,,
বিশ্বব্যাপী তোমার রিসার্চ পেপার পাবলিশ হচ্ছে। অথচ তুমি মনটাকে কোথায় রেখে দিয়েছো।
আমি বুঝতে পারিনি,, তুমি যে মনটাকে এত সংকীর্ণ করে শামুকের মতো নিজের খোলায় বন্দি করে,
এক অন্য রূপে আমার সঙ্গে মিশতে সেটা আমি টের পাইনি ।
ভালো থেকো,,, অনেক ভালো থেকো,,
শুধু এই পাঁচ বছরের যে কটা মুহূর্ত,
তুমি আমার সাথে কাটিয়েছো,
সেটাতে তুমি মনে করবে
তুমি কোন ঝুমকো লতার সাথে কাটিয়েছো!
এরপরেও যদি তোমার মান-সম্মানে
আঘাত না করে?
তাহলে বুঝবো তুমি পুরুষ মানুষ না !
তুমি খুব সস্তা দামে ঝুমকো লতা কে পেয়েছিলে! এর পরের বার কোন কনক লতা কে পেতে গেলে গ্যাটের করি খরচা করো,,
তাহলে অন্তত কমপক্ষে ঝুমকো লতা দের সঠিক দাম দিতে পারবে
পশ্চিমবঙ্গ, ভারত।