গোল হয়ে ঘুরছে কান্না
আপনজনের মতো সন্ধ্যা নামছে
বেহেশতের আকাশ
শাশ্বত মেঘ থেকে বৃষ্টি পড়ছে
মেঘের জলের রেখায় নৌকার প্রহর
জনতার ভিড়ের ওপর
একত্রিত শকুনের পাখনায় ছাওয়া রাত্রি
ঘুমন্ত পর্বতের রাজধানী থেকে এঁকেবেঁকে নেমে আসছে অন্ধকার
খোদাই করা হাওয়া
নড়তে চড়তে পারে না
মদ আর রুটির অসংখ্য মানুষ
কশাইখানার ধারে লাইনে দাঁড়িয়ে আগুনের মাংস
কবরে না গিয়ে ফিরে আসা মায়েদের মতো নক্ষত্ররা
মাটির পাত্রের গৃহ
আর একসঙ্গে জন্ম নিয়েছিল যত জনতা
একজায়গায় আঁকা
ঋণ জর্জর পৃথিবী
ঘেন্না নিয়ে ঘুরে যাচ্ছে সমুদ্র
ফাঁকা মাঠে ষাঁড় তাড়া করছে পর্বতকে
আর কবিতার পঙক্তিতে একটি করে জাহাজের মাস্তুল
জীবন সমূহ
এখানে নজর রাখছে
উঁচু একটি মহল
মাটিতে পড়ে রয়েছে মানুষের ত্বক