ছোটগল্প – ত্যাগ

ছোটগল্প - ত্যাগ

আমজাদ হোসেন বাপ্পি

যত দিন যায় জান্নাতুলের উচ্ছ্বাস বাড়ে। এইতো আর কয়টা দিন বাদেই ঈদুল আযহা।
অন্য ঈদের চেয়ে তার কোরবানির ঈদটা বেশি আনন্দ দেয়।
এ ঈদে সকাল বেলায় খুব হাক ডাক শোনা যায় ।একদিকে বাবা-ভাইয়েরা গরু নিয়ে থাকে। অন্যদিকে মা-আপু রসই ঘরে ব্যস্ত সময় পার করে।
সারা বাড়ি হইচই রব উঠে।
এ ব্যাপারটা তাকে আনন্দ দেয়।
অন্য ঈদে নতুন জামা নিয়ে বাড়তি আনন্দ থাকলেও এ ঈদে তা থাকেনা।
সব আনন্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠে কোরবানের গরুকে নিয়ে।
জান্নাতুলের আর সহ্য হয় না।
– কবে গরু নিয়া আসবা বাবা?

– এইতো মা! আর কয়টা দিনইতো বাকি!

– বাবা। আমারতো ঘুম আসেনা। কবে গরু দেখবো?গরুকে কবে গায়ে আদর দিবো!

যদিও জান্নাতুল গরু ভীষণ ভয় পায়। সে জীবনেও গরুকে আদর করাতো দূরে থাক, কাছেও যাবেনা।
গতবার তার মনে আছে!
সাদা গরু। দেখে অনেক সুন্দর লেগেছিলো। তাই আদর করতে গিয়ে বদ গরুটা বিশাল শিং দিয়ে আরেকটুর জন্যে গুতিয়ে মেরেই ফেলতো।
শেষ মুহুর্তে বাবা এসে উদ্ধার না করলে বড় অঘটন ঘটে যেতো।
তবে গরুকে ভয় পেলেও দূর থেকে দেখে অনেক মজা পায় জান্নাতুল।

জান্নাতুলের বাবা মেয়ের পীড়াপীড়ি দেখে মেয়ে কোলে তুলে বলেন ‘হবেরে মা! সব হবে! আর কয়টা দিন ধৈর্য ধর ‘

২. বাড়ীর উঠোনে অনেক চেঁচামেচি হচ্ছে। জান্নাতুল দৌড়ে উঠোনে গিয়ে সে চোখ বড় বড় করে ফেলে।
চিৎকার দিয়ে উঠে “কি মজা আমাদের গরু এসে গেছে! কি মজা কি মজা”
মুগ্ধ চোখে সে গরুটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে।
এবারের গরুটা ছোট। গায়ের রঙ লাল। একটু পর পর লেজ নাড়ে।
বাবা বলল “আয়রে মা কাছে আয়। তোর গরু নিয়া আসছি!একটু আদর দিয়া দেয়! ”
জান্নাতুল কাছে যায় না মোটেও। রফিক মিয়াঁ বুঝতে পারে কেন মেয়ের এত ভয়।
তিনি অভয় দেন। কোলে তুলে গরুর সামনে নিয়ে যান মেয়েকে।
জান্নাতুল ভয়ে কাঁপতে লাগলো। রফিক মিয়াঁ মেয়ের এহেন কান্ডে চাপা হাসি দিয়ে মেয়ে শক্ত করে ধরে রাখে বললেন “মা’রে। আগের গরুটা মেলা ফাজিল!এবারেরটা ভালোরে মা। এদেখ গায়ে হাত দিয়া দেখ। কিচ্ছু কইবেনা! ”

ভয়ে ভয়ে হাত দেয় জান্নাতুল। হাত বুলাইয়া দেয়। গরু কিচ্ছু করেনা। শুধু কি যেন চিবাচ্ছে! আর লালা ঝরছে!
সে আবার হাত সরিয়ে নেয়।
নাহ বাবা ঠিকই বলেছে এ গরুটা ভালোই।
সকাল বিকাল খুব সময় পার করে। গরু ছাড়া কিচ্ছু বুঝে না।
সারারাত গরুর কথা ভাবে! কবে সকাল হবে। গরু নিয়ে খেলবে!
সে এখন গরুর গলায় আদর করে। গরুও চোখ বন্ধ করে আদর খায়! দুইজনের মধ্যে ভালোই বন্ধুত্ব হয়ে উঠে এ কয়েকদিনে!

৩. ঈদের সকাল। জান্নাতুলের ঘুম ভাঙে। হাত মুখ ধুবে বলে কলের কিনারায় যায়!
আশ্চর্য হয়ে পড়ে সে। সারা উঠোনে খুঁজে সে গরু দেখতে পায় না!
চিৎকার দিয়ে উঠে!
“মা…..মা ও মা!আমাদের গরু কই”
মেয়ের চিৎকারে মা বোন দৌড়িয়ে আসে।

আমার মেয়েটার কি হলোরে? বললে বলতে তাকে কোলে তুলে নেয়!

জান্নাতুল কাঁদোকাঁদো গলায় বলে “মা গরুতো নাই কই গেলো”

মা বললেন “আজতো ঈদ! আজকে গরু জবাই হবে!তোমার বাবা ভাইয়ারা বাড়ীর পিছনে নিয়ে গেছে”

“আজকে কেটে ফেলবে?”

“হ্যাঁ রে মা”

জান্নাতুল চোখের পানি ছেড়ে দিলো!
“মা আমি ওকে অনেক ভালোবাসি! আজকে থেকে আমি কাকে আদর করবো?কার সাথে খেলবো?”

মেয়ের মনে অবস্থা বুঝতে পেরে মা বিড়বিড় করে বলে এটাই ত্যাগরে মা এটাই ত্যাগ!
এই বলে মেয়েকে বুকে টেনে নেয়!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
অচিনপুরের দেশে: নবম পর্ব

অচিনপুরের দেশে: নবম পর্ব

পাঞ্চালী মুখোপাধ্যায় এবং গৌতম সরকার   গৌতম সরকার কদিন নাগাড়ে বৃষ্টি হওয়ার পর আকাশ আবার ঝকঝকে তকতকে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ ধান গাছের তেমন কোনো ক্ষতি ...
বর্ণমালারে তোর কথা

বর্ণমালারে তোর কথা

প্রিয় রহমান আতাউর  অ আ ক খ বর্ণমালা মোদের অধিকার মাতৃভাষায় কথা বলি বড়ই অহংকার। পাখি ডাকে যে ভাষাতে দোয়েল দেয় শিস বাংলা আমার জন্ম মৃত্যু করি যে ...
তটিনীর বয়ফ্রেন্ড কে? Tanjim Saiyara Totini Best Natok 2023

তটিনীর বয়ফ্রেন্ড কে? Tanjim Saiyara Totini Best Natok 2023

তানজিম সাইয়ারা তটিনী সম্পর্কে আমাদের এই বিশেষ আয়োজন,। এই ভিডিওতে আপনাদের জানাবো, তটিনীর একান্ত ব্যাক্তিগত কিছু তথ্য, তটিনীর সেরা নাটক সহ নানা ধরণের বিষয়। তাহলে ...
সাদাকালো মহাকাল

সাদাকালো মহাকাল

জীবনের গল্প – আদিল মাহফুজ রনি    শুক্রবার, বেলা দুপুর দুইটা। জুম্মার নামাজ শেষ করে মফিজ উদ্দিন বাড়ির উঠোনে এসে দাঁড়ালো। তার বাড়িটা পড়েছে সৈয়দ ...
How Millennials Are Disrupting Automobile

How Millennials Are Disrupting Automobile

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
 ছড়া-খেলবো হেসে

 ছড়া-খেলবো হেসে

উজ্জ্বল মহান্ত     ট্রিং ব্রিং ছুটছে ফড়িং  শস্য খতের মাঠে। গালফুলিয়ে হেসে দুলে খেলতে যাই ঘাটে।   চিল উড়ে বিল ছেড়ে উড়ে আকাশে ঘুড়ি ...