থইথই পানিতে ঘর-বাড়ি ভাসে
ভাসে খড়কুটো হয়ে…
পানিবন্দি মানুষেরা
কত অসহায়,কত কষ্টে আছে!
পানিতে ডুবে গেছে
অগণিত স্বপ্ন ও ফসলি জমি…
ভেসে গেছে অনেকের স্বপ্নভূমি।
পথে-ঘাটে পানি,জনপদে পানি
পানি চারদিকে…
পানিতে ভেসে থাকা মানুষেরা
অন্ন,বস্ত্র,আশ্রয় খুঁজে
দিকেদিকে…
কোথাও কি নেই?
মানুষের মায়া! মানবিক হাত!
দাঁড়াও না এসে, ওদের পাশে
ওরাও তো উন্মুখ বাঁচার আশে!
বানভাসি মানুষের চোখেও…
বয়ে যায় দুঃখ,দুঃখস্রোতের নদী!
টাঙ্গাইল,বাংলাদেশ