দুটি কবিতা – গোলাম কবির

দুটি কবিতা - গোলাম কবির

|গোলাম কবির

 

১.

কবিতা লেখার ধুম 

আজ বলে দিলাম মেঘলা আকাশকে – তোমার চেয়ে আমার মন 

কী কম খারাপ? আমার আকাশ হতে

একে একে নক্ষত্র গুলো খসে পড়ছে!  তবুও তো আমি তো কী সুন্দর খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, নতুন ব্রাশ দিয়ে

 বেয়াড়া দাড়ি গুলো কে 

বাগে আনতে চেষ্টা করছি!  

কখনো কখনো পত্রিকার পাতায়

 অথবা ফেসবুকে প্রিয়জনের মৃত্যুর

 সংবাদ শুনে নির্বিকার ভাবে লিখে

 যাচ্ছি ” ইন্না লিল্লাহি ওয়া ইন্না 

ইলাইহি রাজিউন “! তারপর আবার 

দিন চলে যাচ্ছে, 

রাত গড়িয়ে ভোর হয়ে 

আলো ফুটে 

অন্ধকার দূর হয়ে যাচ্ছে! 

এদিকে কেউ কেউ পাঁচদিনে 

পাঁচটি নতুন কবিতা লিখার চ্যালেঞ্জ

 ছুঁড়ে দিচ্ছি অন্যকে ; 

যেনো আমরা সবাই এক একজন আকবর বাদশা’র

 নয়তো কেউ আরাকান রাজসভার

 অথবা অন্য কোনো রাজসভার

 সভাকবি, যার একমাত্র কাজই হলো

 কবিতা লিখা! কিন্তু কী আশ্চর্য, 

 তাঁরাও কি পারতেন এভাবে কারো

 আমন্ত্রণে লিখতে কখনো? কবিতা

 কী চাইলেই লিখা সহজ এতোই?

 যখন কারো মগজের বাগানে 

ফুল ফোটে, সুবাস ছড়িয়ে যায় 

কবির হৃদয়ের মণিকোঠায়, 

কবিতা প্রেমিক কবির হৃদয় 

আহত হয় কোনো বিষয়ে 

অথবা কোনো সাইক্লোন বয়ে যায় 

কবির হৃদয়ে ; তখন হয়তো বা 

কোনো এক সময় কবি ডিমপাড়া

 মুরগীর মতো অস্থির হয়ে ওঠে 

লিখার জন্য এবং তখনই তার হাতে

 একটি অমল ধবল জ্যোৎস্নার মতো

 কবিতা খিলখিল করে হেসে ওঠে!

 অন্যথায় এসব কবিতা লিখার 

ধুম পড়ে গিয়ে করোনা ভাইরাস 

এর মতো একদিন কবিতারই মৃত্যু

 ডেকে আনবে নির্ঘাত!

 

 ২.

 একটা সত্যি কবিতা 

বললাম তাকে – “একটু সরে বসো “।  

 ” আমি মোবাইলে ফেসবুক দেখবো

 অথবা কিছু লিখবো। ”

ও কী সুন্দর হাত থেকে মোবাইল

 কেড়ে নিয়ে আড় চোখে তাকিয়ে

 তাকিয়ে দ্বিধাহীন বললো,

” মোবাইল না দেখে আমাকে দেখো।

 আমার চোখের ভিতরেও একটা

 কবিতা আছে, ওটা তোমার প্রতি

 আমার ভালবাসার কবিতা, বাবা! “

 আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম

 শুধু, ঐটুকু ছোট্ট ছেলেটার কথা শুনে। এটাই তো একটা সত্যি কবিতা!

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
সত্যিই কি শাকিবকে চুমু দিয়েছেন সোনাল চৌহান? Dard Movie Relased | Trailer | Teaser

সত্যিই কি শাকিবকে চুমু দিয়েছেন সোনাল চৌহান? Dard Movie Relased | Trailer | Teaser

সিনেমানামা শাকিব খানের সাথে চুটিয়ে অভিনয় করছেন ইমরান হাশমির একসময়ের নায়িকা সোনাল চৌহান। ২০০৮ সালে মুক্তি পাওয়া বলিউড ব্লকবাস্টার জান্নাত সিনেমায় ইমরান হাশমীর বিপরীতে ছিলেন ...
দুটি শিরোনামহীন কবিতা

দুটি শিরোনামহীন কবিতা

। গোলাম কবির   এক. জীবন নৌকার পাটাতন ডুবিয়ে একদিন চলে যাবো সব ছেড়ে, পড়ে রইবে আমার কিছু পুরনো কবিতার ছেঁড়া খাতা,কিছু শুকনো গোলাপের পাপড়ি, আমার ...
ভোরের ডাকে

ভোরের ডাকে

সেকেন্দার আলি সেখ রাত গিয়েছে পাহাড় চূড়োয় দিন এসেছে ফিরে ফুল ফুটেছে ভোরের আলোয় সারা বাগান ঘিরে তাইতো মাঝি বৈঠা ঠেলে বাইছে দাঁড় দূরে l ...
একান্ত ক্লান্ত বিকেল

একান্ত ক্লান্ত বিকেল

হুমায়রা বিনতে শাহরিয়ার বসন্তের বিকেলবেলা, ক্লান্ত শরীর আর পড়ন্ত সূর্যের আভা, স্নিগ্ধ শীতল হাওয়া, মাথার ওপর খোলা আকাশ হালকা নীলাদ্রি রঙা আর সাদা মেঘ, শুষ্ক ...
বর্ষার শাপলা-শালুক

বর্ষার শাপলা-শালুক

এম এস ফরিদ বাংলাদেশ ঋতু বৈচিত্রের দেশ। ষড় ঋতুর দেশ। এমন দেশটি যেনো ঋতুর আগমনে এক এক রূপ ধারণ করে। বাংলা সনের মাস হিসেবে আষাঢ় ...
কবিতা- একমুঠো ঝরাপাতা / ফজলে রাব্বী দ্বীন

কবিতা- একমুঠো ঝরাপাতা / ফজলে রাব্বী দ্বীন

| ফজলে রাব্বী দ্বীন ক্ষুদ্র অণুজীব তোমার ধ্বংস কামনা করে। তোমার মাথায় চৈতালি ঘূর্ণি, তোমার শ্রেষ্ঠত্ব খরকুটোর বারান্দায় প্রতিদিন আত্মহত্যা করে। গল্পের লেবাসে প্রতিটি ঝুঁকির ...