দুটি কবিতা – গোলাম কবির

দুটি কবিতা - গোলাম কবির

|গোলাম কবির

 

১.

কবিতা লেখার ধুম 

আজ বলে দিলাম মেঘলা আকাশকে – তোমার চেয়ে আমার মন 

কী কম খারাপ? আমার আকাশ হতে

একে একে নক্ষত্র গুলো খসে পড়ছে!  তবুও তো আমি তো কী সুন্দর খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, নতুন ব্রাশ দিয়ে

 বেয়াড়া দাড়ি গুলো কে 

বাগে আনতে চেষ্টা করছি!  

কখনো কখনো পত্রিকার পাতায়

 অথবা ফেসবুকে প্রিয়জনের মৃত্যুর

 সংবাদ শুনে নির্বিকার ভাবে লিখে

 যাচ্ছি ” ইন্না লিল্লাহি ওয়া ইন্না 

ইলাইহি রাজিউন “! তারপর আবার 

দিন চলে যাচ্ছে, 

রাত গড়িয়ে ভোর হয়ে 

আলো ফুটে 

অন্ধকার দূর হয়ে যাচ্ছে! 

এদিকে কেউ কেউ পাঁচদিনে 

পাঁচটি নতুন কবিতা লিখার চ্যালেঞ্জ

 ছুঁড়ে দিচ্ছি অন্যকে ; 

যেনো আমরা সবাই এক একজন আকবর বাদশা’র

 নয়তো কেউ আরাকান রাজসভার

 অথবা অন্য কোনো রাজসভার

 সভাকবি, যার একমাত্র কাজই হলো

 কবিতা লিখা! কিন্তু কী আশ্চর্য, 

 তাঁরাও কি পারতেন এভাবে কারো

 আমন্ত্রণে লিখতে কখনো? কবিতা

 কী চাইলেই লিখা সহজ এতোই?

 যখন কারো মগজের বাগানে 

ফুল ফোটে, সুবাস ছড়িয়ে যায় 

কবির হৃদয়ের মণিকোঠায়, 

কবিতা প্রেমিক কবির হৃদয় 

আহত হয় কোনো বিষয়ে 

অথবা কোনো সাইক্লোন বয়ে যায় 

কবির হৃদয়ে ; তখন হয়তো বা 

কোনো এক সময় কবি ডিমপাড়া

 মুরগীর মতো অস্থির হয়ে ওঠে 

লিখার জন্য এবং তখনই তার হাতে

 একটি অমল ধবল জ্যোৎস্নার মতো

 কবিতা খিলখিল করে হেসে ওঠে!

 অন্যথায় এসব কবিতা লিখার 

ধুম পড়ে গিয়ে করোনা ভাইরাস 

এর মতো একদিন কবিতারই মৃত্যু

 ডেকে আনবে নির্ঘাত!

 

 ২.

 একটা সত্যি কবিতা 

বললাম তাকে – “একটু সরে বসো “।  

 ” আমি মোবাইলে ফেসবুক দেখবো

 অথবা কিছু লিখবো। ”

ও কী সুন্দর হাত থেকে মোবাইল

 কেড়ে নিয়ে আড় চোখে তাকিয়ে

 তাকিয়ে দ্বিধাহীন বললো,

” মোবাইল না দেখে আমাকে দেখো।

 আমার চোখের ভিতরেও একটা

 কবিতা আছে, ওটা তোমার প্রতি

 আমার ভালবাসার কবিতা, বাবা! “

 আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম

 শুধু, ঐটুকু ছোট্ট ছেলেটার কথা শুনে। এটাই তো একটা সত্যি কবিতা!

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বিজয় দিবসের সেরা কবিতা আবৃত্তি | Bijoy Dibosh Er Kobita Abriti

বিজয় দিবসের সেরা কবিতা আবৃত্তি | Bijoy Dibosh Er Kobita Abriti

কবিতাঃ চিরন্তন বাংলাদেশের গল্প আশিক মাহমুদ রিয়াদ একটি নিকশ কালো রাত, বাতাসে ভেসে বেড়ায় ষড়যন্ত্রের ফিসফিস- কুমন্ত্রণার তোড়জোড় নির্লিপ্ত স্বরযন্ত্রের কড়াল গর্জন, রাস্তায় বের হয় ...
কবিতা-শীত মানে-রিয়াদ হায়দার

কবিতা-শীত মানে-রিয়াদ হায়দার

রিয়াদ হায়দার শীত মানে তো চিড়িয়াখানা চড়ুইভাতি খাওয়া, শীত মানে তো পাহাড় কিংবা সমুদ্দুরে যাওয়া ! শীত মানে তো ঘাসের আগায় শিশির ঝরা দিন, শীত মানে তো ভালো থাকা মনটা রঙিন ! শীত মানে তো ...
নবীর প্রেমে জাহান পাগল 

নবীর প্রেমে জাহান পাগল 

সেকেন্দার আলি সেখ মিনার থেকে, মধুর আজান ভোরের আলোয় ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে আঁধার ঘেঁষে শহর -নগর দূরের গড়ে l আজান শুনে ডাকলো পাখি রাতের ...
নীল খামের ভালোবাসা

নীল খামের ভালোবাসা

সোহানুর রহমান সোহান স্নিগ্ধতা তোমার মন পাড়ায় নীল খামে, ভালোবাসা পাওয়ার আশায় একটা চিঠি লিখেছিলাম। আমি জানি সে চিঠি তুমি পেয়েছিলে তুমি পড়েছিলে। কিন্তু সে ...
বাংলা ভাষার তরে

বাংলা ভাষার তরে

আশিক মাহমুদ রিয়াদ একুশ এসেছে একুশ, এসেছে মিছিলে মিছিলে প্রতিবাদের প্রতিধ্বনী এসেছে পুরণো রাজপথে নতুন কুঁড়ি। গাছে গাছে ফুটেছে বাসন্তী ফুল, অথচ রাজপথ ছেঁয়ে গেছে ...
তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার (Rajkumar Song Lyrics)

তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার (Rajkumar Song Lyrics)

Song Credits: Song Name: RAJKUMAR (রাজকুমার) Vocals: Balam & Konal Lyric: Asif Iqbal Composer: Akassh Sen Programming: Bob SN Guitar, Mandolin, & Banjo: Babni Guitar: ...