দুটি কবিতা

দুটি কবিতা
সুজিত রেজ
গোল্লা
__________
কুড়িয়ে নিলাম অনেক ফিরিয়ে দিলাম না কিছুই।
এই যে চিনেবাদাম তার খোসাটুকুও বাদ গেল না।
মনের মানুষ বলছে গভীরে
ফিরিয়ে দাও ফিরিয়ে দাও
অঝোর ধারায় বৃষ্টি বৃষ্টি
আমাকে ভেজাও আমাকে ভেজাও
এখন আমি  কী নিয়ে বাঁচি বলো?
আবেগের চোরা মুহূর্ত ছাড়া
জীবন তো কাগজের গোল্লা।

অপদী
____________
যখন আমার তিন পা তখন সাইকেল চাপা শিখেছিলাম।
এখন আমার পা নেই।
জলের মতো গড়িয়ে যাচ্ছি ঢালু কিনারের সঙ্গমে।

গ্যাসবেলনের আগুন জ্বালিয়ে সূর্য পোড়াচ্ছি।
কেদারডোমের চুড়ায় উঠে ছাইভস্ম মাখছি।
গর্ভবতী ছাপাখানায় অফসেট কাব্যির ভুজ্জি চড়াচ্ছি।
ঘুঁটের মতো নারীর কোমল হাতের স্পর্শ মাখছি।
সুগার ফ্রি মন নিয়ে খেজুর রস খাচ্ছি।

তালগাছ চড়ার অভিজ্ঞতায় জড়িয়ে ধরছি কণ্ঠী।
ওলন চেপে সিধে করছি বায়োডাটার মুখোশ।
আজানুলম্বিত হস্তে পটল পোড়াচ্ছি কাঁচা চর্বি ডলে।
চিল্কার ডলফিনের মতো খুলে ফেলছি বল্কল।
বুঝতে পারছি, অপদ সর্বত্র গতাগতি।

চুঁচুড়া, হুগলি, পশ্চিমবঙ্গ ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ক্ষতি 

ক্ষতি 

জোবায়ের রাজু  সেনাপাড়া বাজারের মোড়ে ডান হাত কাটা যে বয়স্ক মহিলাটি বসে বসে গলা ফাটানো আর্তনাদ করে ভিক্ষা করছে, তাকে দেখে আমার বুক ধক করে ...
সেন্ট ভ্যালেন্টাইনকে

সেন্ট ভ্যালেন্টাইনকে

মহীতোষ গায়েন তৃতীয় শতাব্দীতে আপনি রোমের পুরোহিত ও চিকিৎসক ছিলেন,আপনার আত্মত‍্যাগ স্মরণে ১৪ফেব্রুয়ারি দিনটি ভ‍্যালেন্টাইন ডে। আপনি ছিলেন একজন ধর্ম প্রচারক,রোমান সৈন‍্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ ...
নবীর প্রেমে জাহান পাগল 

নবীর প্রেমে জাহান পাগল 

সেকেন্দার আলি সেখ মিনার থেকে, মধুর আজান ভোরের আলোয় ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে আঁধার ঘেঁষে শহর -নগর দূরের গড়ে l আজান শুনে ডাকলো পাখি রাতের ...
দেশকে ভালোবাসি

দেশকে ভালোবাসি

 হামিদা আনজুমান ব্রিটিশ রাজের অত্যাচারের জন্য ভীন দেশিদের তাড়িয়ে হই ধন্য। কিন্তু কপাল হায় কত যে মন্দ সাপের ফণা দম করে দেয় বন্ধ। পাক হায়েনা ...
এক অন্য নেলসন ম্যান্ডেলার গল্প

এক অন্য নেলসন ম্যান্ডেলার গল্প

তুলিকা আদিত্য এই… মনে আছে….? আমাদের হোস্টেলের সেই প্রথম দেখাটা, তুমি আর আমি একটা কলেজ ফেস্টে নাটক করবো বলে সিলেক্ট হয়েছিলাম।তুমি হয়েছিলে নেলসন ম্যান্ডেলা,ওই চরিত্রে ...