দুটি প্রেমের কবিতা

দুটি প্রেমের কবিতা

আশিক মাহমুদ রিয়াদ

আধার রাত্রির প্রার্থনা

রাতের আধারে সব মিইয়ে গেছে!
দেয়াল খসা, রংয়ের মতো।
জীবন বেঁধে গেছে, বাস্তবতার শেকলে।
তারা জীবন খুঁজেছে রাতের আধারে।

পোড়া সিগারেটের নোনতা স্বাদে৷
রোজ সকালে, ভোর-প্রভাতে!
নির্ঘুম নিশাচর রাত্রি জেগে জেগে!
বদলে গিয়েছে সব, শুধু বদলায়নি তারা।

যাদের একটি ঠিকানা আছে,
যেখানে শত শত মানুষ যায়।
কেউ অন্নের ক্ষুধায়, কেউ কেউ….
ক্ষুধার্তদের আর্তনাদ কেউ শুনতে পায়?
ক্ষুধার্তদের কান্নায় কি কারো চোখ ভেজে?

লোভ, লালসা, পাপ-স্বভাব সবই তাদের দায়!
তাদের পেটের দায়, শরীরের যন্ত্রণার মুক্তির দায়..
সৃষ্টিকর্তা কি তাদের ভালো রেখেছেন?
সৃষ্টিকর্তা কি তাদেরকে..প্রবেশের অধিকার দেবেন?
সৃষ্টিকর্তা কি সেদিন মুখ তুলে চাইবেন?
আগুনের লালসা হিংসা, লোভের-ক্ষুধার
কষ্টের আত্মচিৎকারে যেদিন…নরকে ভেসে বেড়াবে!

প্রভু যেন তাদের ভালো রাখেন..
যারা পেটের ক্ষুধায়…বাঁচার স্বপ্ন দেখে!
যারা মৃত্যুর পরে সাড়ে তিন হাত মাটি খুঁজে।
এ প্রগাঢ় প্রার্থনা, তারা নতুন জীবন পাক!
ক্ষুধা মুছে যাক পৃথিবী থেকে…

 
অশোক নক্ষত্র
হৃৎপিন্ডে যতবার দাগ ধুয়ে গিয়েছিলো।
ততবার আমি প্রেমে পড়েছিলাম।
ঠিক ততবারই আমি
গাছপাতার সুঘ্রাণ পেয়েছিলাম।
আমি মুগ্ধ হয়েছি বার বার!

ঝড় এসে উড়িয়ে দিয়েছে যতবার।
ততবারই সিক্ত হয়েছে,
আঙুল দিয়ে দুঃখ চেপে-
দীর্ঘশ্বাস নিতে নিতে ভেবেছি
আরো একবার,
ঠিক আরো একবার আমি প্রেমে পড়তে চাই।

আমি বাসন্তীকে ভালোবাসতে চাই।
আষাঢ়ের রুদ্রঝড়ে বিলীন হতে চাই।
তারা কি আমায় খুঁজে পাবে?
আধার রাতে বিলীন হওয়া শোকেরা।

শীতল সবুজ বার বার
এসে আমায় প্রেমে পড়ায়!
প্রেমে পড়বার আগে
আমি আরেকবার নোনা সুখে সিক্ত হই
প্রেমে পড়ি একবার দুই বার, বারবার ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মধ্যবিত্ত

মধ্যবিত্ত

জিহাদ হোসাইন মধ্যবিত্ত তুমি প্রেয়সীর কাঠ গোলাপের মাঝে লুকানো। মধ্যবিত্ত তুমি শেষ বাসে হ্যান্ডেল ধরে ঝুলানো। মধ্যবিত্ত তুমি ছোঁট মায়ের মুখে চেয়ে। মধ্যবিত্ত তুমি বন্ধুর ...
বই পর্যালোচনা-  স্বপ্নের দালান অনন্তবীথি আলো'

বই পর্যালোচনা- স্বপ্নের দালান অনন্তবীথি আলো’

স্বপ্নের দালান অনন্তবীথি আলো বোর্ড বাইন্ডিং জ্যাকেট কভার বুক সম্পাদক : পার্থ দে ও জয়দীপ লাহিড়ী সম্পাদনায় – চীনে পটকা-কবিতাকে কল্পনায় প্রকাশনা – এবারত প্রচ্ছদ ...
ঈদের সেরা মেহেদি ডিজাইন(২০২৪)

ঈদের সেরা মেহেদি ডিজাইন(২০২৪)

সেজেগুজে ডেস্ক ঈদ এসেছে ঈদ কিংবা লেগেছে বিয়ের ধুম? কিন্তু! কী মেহেদির ডিজাইন করবেন সেটি ভেবে পাচ্ছেন না? চিন্তা কিসের? আমরা আপনার জন্য সংগ্রহ করেছি ...
আজও তুমি চেয়ে আছ

আজও তুমি চেয়ে আছ

নিশিকান্ত রায় স্কুল ছেড়ে পথ গেছে আঁকাবাঁকা হয়ে কয়েকটা বাড়ির পরেই নদী ওপারে ঘন সবুজের ক্ষেত তার উপর দিয়ে চোখে চোখে দিগন্তের নীল। মাখামাখি রোদ্দুরে ...
যুগান্তরের গল্প

যুগান্তরের গল্প

অরুণ সরকার যুগান্তরের একটি কল্পে যে গল্পটি মুখে মুখে, উচ্চশিরে কইবে কথা যুগের স্রোতে থাকবে সুখে। সে গল্পটি আমার ভাষা, আমার সুরেই বয়। আমার লালে ...
প্রথম প্রহর

প্রথম প্রহর

আশরাফ উল আলম শিকদার আমাদের যাদের জন্ম ১৯ শ ৭১-এর ২৬ শে মার্চে আগে তারা জানি; সদ্যজাত শিশুরাও টের পেয়েছে ২৫ শে মার্চের কালো রাতের ...