দুটি প্রেমের কবিতা

দুটি প্রেমের কবিতা

আশিক মাহমুদ রিয়াদ

আধার রাত্রির প্রার্থনা

রাতের আধারে সব মিইয়ে গেছে!
দেয়াল খসা, রংয়ের মতো।
জীবন বেঁধে গেছে, বাস্তবতার শেকলে।
তারা জীবন খুঁজেছে রাতের আধারে।

পোড়া সিগারেটের নোনতা স্বাদে৷
রোজ সকালে, ভোর-প্রভাতে!
নির্ঘুম নিশাচর রাত্রি জেগে জেগে!
বদলে গিয়েছে সব, শুধু বদলায়নি তারা।

যাদের একটি ঠিকানা আছে,
যেখানে শত শত মানুষ যায়।
কেউ অন্নের ক্ষুধায়, কেউ কেউ….
ক্ষুধার্তদের আর্তনাদ কেউ শুনতে পায়?
ক্ষুধার্তদের কান্নায় কি কারো চোখ ভেজে?

লোভ, লালসা, পাপ-স্বভাব সবই তাদের দায়!
তাদের পেটের দায়, শরীরের যন্ত্রণার মুক্তির দায়..
সৃষ্টিকর্তা কি তাদের ভালো রেখেছেন?
সৃষ্টিকর্তা কি তাদেরকে..প্রবেশের অধিকার দেবেন?
সৃষ্টিকর্তা কি সেদিন মুখ তুলে চাইবেন?
আগুনের লালসা হিংসা, লোভের-ক্ষুধার
কষ্টের আত্মচিৎকারে যেদিন…নরকে ভেসে বেড়াবে!

প্রভু যেন তাদের ভালো রাখেন..
যারা পেটের ক্ষুধায়…বাঁচার স্বপ্ন দেখে!
যারা মৃত্যুর পরে সাড়ে তিন হাত মাটি খুঁজে।
এ প্রগাঢ় প্রার্থনা, তারা নতুন জীবন পাক!
ক্ষুধা মুছে যাক পৃথিবী থেকে…

 
অশোক নক্ষত্র
হৃৎপিন্ডে যতবার দাগ ধুয়ে গিয়েছিলো।
ততবার আমি প্রেমে পড়েছিলাম।
ঠিক ততবারই আমি
গাছপাতার সুঘ্রাণ পেয়েছিলাম।
আমি মুগ্ধ হয়েছি বার বার!

ঝড় এসে উড়িয়ে দিয়েছে যতবার।
ততবারই সিক্ত হয়েছে,
আঙুল দিয়ে দুঃখ চেপে-
দীর্ঘশ্বাস নিতে নিতে ভেবেছি
আরো একবার,
ঠিক আরো একবার আমি প্রেমে পড়তে চাই।

আমি বাসন্তীকে ভালোবাসতে চাই।
আষাঢ়ের রুদ্রঝড়ে বিলীন হতে চাই।
তারা কি আমায় খুঁজে পাবে?
আধার রাতে বিলীন হওয়া শোকেরা।

শীতল সবুজ বার বার
এসে আমায় প্রেমে পড়ায়!
প্রেমে পড়বার আগে
আমি আরেকবার নোনা সুখে সিক্ত হই
প্রেমে পড়ি একবার দুই বার, বারবার ।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বন্ধন

বন্ধন

অনঞ্জন পাখিটার পায়ে শিকল, ঝাপটায় ডানা আর্তিতে, ঠোঁটে কামড়ায় খাঁচা রক্তাক্ত আকুলতায় মুক্তির তীব্র ইচ্ছায়! দিলাম খুলে খাঁচা, “যা পাখি, যা উড়ে আকাশে আনন্দে, ওইযে ...
কুয়াশার মত বেদনা - আহমেদ সুমন

কুয়াশার মত বেদনা – আহমেদ সুমন

 আহমেদ সুমন ঘন কুয়াশার মত নিগূঢ় বেদনারা চেপে আছে আমাদের অস্তিত্বে। অসহ্য আর পীড়াদায়ক যন্ত্রণাগুলো নিঃস্ব করে দেয় আমাদের দেহমন; ঠিক যেমন কুরে খায় মরণব্যাধি ক্যান্সার। ...
সারোগেসি : ব্যাপারটা আসলে কি?

সারোগেসি : ব্যাপারটা আসলে কি?

সম্প্রতি সারোগেসির মাধ্যমে বাবা-মা হয়েছে নিক জোনাস ও প্রিয়াংকা চোপড়া। সারোগেসি নিয়ে সন্তান জন্মদানের তর্ক-বিতর্কের শেষ নেই। শুধু বাংলাদেশ কিংবা ভারতেই নয়, সারোগেসি নিয়ে তর্ক-বিতর্ক ...
আমার গ্রামে রাত

আমার গ্রামে রাত

অলোক কুমার প্রামাণিক   আমার গ্রামে চাঁদ উঠেছে  তেঁতুল গাছের মাথায়  ঠিকরে পড়ে চাঁদের আলো  হুগলি নদীর পাতায়।    এপার ওপার গাছের সারি  নেইতো রাতে ...
পিরোজপুরের বেকুটিয়া সেতু উদ্বোধন হবে কবে?

পিরোজপুরের বেকুটিয়া সেতু উদ্বোধন হবে কবে?

পিরোজপুর জেলার কচা নদীর বেকুটিয়া পয়েন্টে নির্মিত এ বক্স গার্ডার টাইপ সেতুটির কাজ শেষ হয়েছে কিছুদিন আগে।পিরোজপুরবাসীর বহুল কাঙ্খিত এই সেতুটির ২০১৮ সালের জুলাই মাসে ...
Shah Rukh Khan কে হত্যার হুমকি মাফিয়াদের

Shah Rukh Khan কে হত্যার হুমকি মাফিয়াদের

ছাইলিপি ইউটিউব ডেস্ক T-Series এর মালিক যেভাবে খুন হয়েছিলেন | শাহরুখ খানও আছেন ঝুঁকিতে? | SRK দিনটি ১২ অগাস্ট ১৯৯৭ ।মন্দিরে পূজারত অবস্থাতেই গুলিতে ঝাঁঝরা ...