দুটি শিরোনামহীন কবিতা

দুটি শিরোনামহীন কবিতা

। গোলাম কবির  

এক.

জীবন নৌকার পাটাতন ডুবিয়ে
একদিন চলে যাবো সব ছেড়ে,
পড়ে রইবে আমার কিছু পুরনো
কবিতার ছেঁড়া খাতা,কিছু শুকনো
গোলাপের পাপড়ি, আমার গভীর
নির্ঘুম রাতের দীর্ঘশ্বাস বাষ্প থেকে
মেঘ হবে একদিন, তারপর তুমুল বৃষ্টি
হয়ে বন্যায় ডুবিয়ে দেবে সারা শহর,
উত্তরের শীতের অতিথি পাখীরা এসে
যথারীতি উড়ে যাবে শীত শেষে,
তবুও বুঝবে না
সে আমায় কোনো দিন,
ভালবাসা তবে কী
মরীচিকা হয়েই রইবে চিরদিন!

 

 দুই.

এই হৃদয় তো অনেক দিন আগেই নিহত হয়েছে,

তবে কেনো মিছেমিছি তাকে কবরে শোয়াও,

কবরে কী হৃদয় থাকে?

যাকে শোয়ানোর চেষ্টা করছো সে তো আমি নই,

ওটা একটা খোলস মাত্র, যেমন বাদামের থাকে।
খোসা ছাড়িয়ে ও তো অনেক আগেই চলে গেছে নিজস্ব গন্তব্যে।
তবে মারা গেছি বলে কেনো মিছেমিছি কাঁদো,

সাদা কাপড়ে মুড়ে যাকে কাঁধে তুলে নিচ্ছো ,
সে তো আমি নই, আমি চলে গেছি যেখান হতে এসেছিলাম।
যখন ছিলাম তখন তো এই আমার জন্য কাঁদোনি,

আমি তো তাঁর কাছেই চলে গেলাম, যাঁকে ভালবাসি।
সারাটি জীবন যাঁর কাছে যাবার অপেক্ষায় ছিলাম,
তাঁর কাছেই চলে গেলাম।

 

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ঈদে বাড়ি ফেরা সম্পর্কে পাঁচটি ইমোশনাল বিজ্ঞাপন

ঈদে বাড়ি ফেরা সম্পর্কে পাঁচটি ইমোশনাল বিজ্ঞাপন

প্রতি বছর বাড়ি ফেরার উৎসব মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। নাড়ির টানে বাড়ি ফেরার এ আনন্দ অপার্থিব। গ্রামের সবুজ-শীতল পরিবেশ, গাছতলায় নিজের স্বপ্নের ঘর আর ...
কয়েকটি কবিতা

কয়েকটি কবিতা

অভিশাপ  দালান জাহান দুঃখের চেয়ে বড়ো দুঃখ নিয়ে চোখের জলায় লাফিয়ে ওঠে চাষ করা মাছ। জীবনের চেয়ে ছোট অথচ দীর্ঘ সেতু বাহনের মতো চাকায় চলতে ...
অণুগল্প-অবেলায় | আশিক মাহমুদ রিয়াদ

অণুগল্প-অবেলায় | আশিক মাহমুদ রিয়াদ

I আশিক মাহমুদ রিয়াদ  সেবার মিনুর মা মারা গেলেন হঠাৎ করেই। মিনুর বার্ষিক পরিক্ষার ফলফল প্রকাশ হয়েছে, মিনু ক্লাস নাইনে প্রথম হয়েছে। মিনুর মনে কি ...
খুন | অগ্নি কল্লোল

খুন | অগ্নি কল্লোল

| অগ্নি কল্লোল   নবীন আজাদ একজন খুনি? খুন। অসুন্দর। খুন। মিথ্যা। খুন। পৈশাচিক। খুন। অ-শৈল্পিক। খুন। অন্যায়। শহরের রাস্তায় হাঁটতে থাকে নবীন আজাদ। মগজে ...