দুটি শিরোনামহীন কবিতা

দুটি শিরোনামহীন কবিতা

। গোলাম কবির  

এক.

জীবন নৌকার পাটাতন ডুবিয়ে
একদিন চলে যাবো সব ছেড়ে,
পড়ে রইবে আমার কিছু পুরনো
কবিতার ছেঁড়া খাতা,কিছু শুকনো
গোলাপের পাপড়ি, আমার গভীর
নির্ঘুম রাতের দীর্ঘশ্বাস বাষ্প থেকে
মেঘ হবে একদিন, তারপর তুমুল বৃষ্টি
হয়ে বন্যায় ডুবিয়ে দেবে সারা শহর,
উত্তরের শীতের অতিথি পাখীরা এসে
যথারীতি উড়ে যাবে শীত শেষে,
তবুও বুঝবে না
সে আমায় কোনো দিন,
ভালবাসা তবে কী
মরীচিকা হয়েই রইবে চিরদিন!

 

 দুই.

এই হৃদয় তো অনেক দিন আগেই নিহত হয়েছে,

তবে কেনো মিছেমিছি তাকে কবরে শোয়াও,

কবরে কী হৃদয় থাকে?

যাকে শোয়ানোর চেষ্টা করছো সে তো আমি নই,

ওটা একটা খোলস মাত্র, যেমন বাদামের থাকে।
খোসা ছাড়িয়ে ও তো অনেক আগেই চলে গেছে নিজস্ব গন্তব্যে।
তবে মারা গেছি বলে কেনো মিছেমিছি কাঁদো,

সাদা কাপড়ে মুড়ে যাকে কাঁধে তুলে নিচ্ছো ,
সে তো আমি নই, আমি চলে গেছি যেখান হতে এসেছিলাম।
যখন ছিলাম তখন তো এই আমার জন্য কাঁদোনি,

আমি তো তাঁর কাছেই চলে গেলাম, যাঁকে ভালবাসি।
সারাটি জীবন যাঁর কাছে যাবার অপেক্ষায় ছিলাম,
তাঁর কাছেই চলে গেলাম।

 

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
গাছবাড়ি | হরিৎ বন্দ্যোপাধ্যায়

গাছবাড়ি | হরিৎ বন্দ্যোপাধ্যায়

|হরিৎ বন্দ্যোপাধ্যায়   নিজেকে একটু ছড়িয়ে নিয়ে থাকবে বলে বিনয় মোড় থেকে বেশ খানিকটা হেঁটে গিয়ে একটা জায়গা বেছেছিল। চারপাশ বেশ চুপচাপ। একসঙ্গে দু’বিঘে কিনেছিল ...
স্বাধীনতা

স্বাধীনতা

ড. গৌতম সরকার তখন আমার নবম শ্রেণী, ক্লাসে সিপাহী বিদ্রোহ চলছে, পরিমলবাবুর স্বরের উৎক্ষেপণ, অবক্ষেপণে নানাসাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রানীরা দাপিয়ে বেড়াচ্ছে রণক্ষেত্র……….. ইংরেজ সেনাদের ...
গপ্প মীরের ঠেক; পুনর্জীবিত তারানাথ তান্ত্রিক; নব জাগরণ মীরের | Goppo Mirer Thek

গপ্প মীরের ঠেক; পুনর্জীবিত তারানাথ তান্ত্রিক; নব জাগরণ মীরের | Goppo Mirer Thek

ছাইলিপি ডেস্ক “গপ্প মীরের ঠেক” নামটি জুড়ে গিয়েছে বাংলা সাহিত্যের সাথে। রেডিও আরজে ও উপস্থাপক মীর আফসার আলী ‘গপ্প মীরের ঠেক’ নামে একটি গল্প পাঠ ...
মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ -দীর্ঘ পথের স্মৃতি কথা  [পর্ব- ২ ]

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ -দীর্ঘ পথের স্মৃতি কথা [পর্ব- ২ ]

মিরাজুল হক  দু সপ্তাহের  একটা ক্লাশ রুম ট্রেনিং দিয়ে আমার পেশাদারী জীবনের চলা শুরু । মিস্টার রজত মৈত্র তখন  কন্-টেস্ট ( KonTest )-এর ট্রেনিং ম্যানেজার ...
ঘন ঘন স্বপ্নদোষ? নিয়ন্ত্রণে যা করবেন

ঘন ঘন স্বপ্নদোষ? নিয়ন্ত্রণে যা করবেন

স্বপ্নদোষ কী? নাইটফল বা স্বপ্নদোষ, পুরুষদের মধ্যে একটি অতীব সাধারণ সমস্যা। মোটামুটি সব বয়সের পুরুষেরাই এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন কিন্তু সাধারণত ১৮ থেকে ৩০ ...
মাঝপথে- জয় কান্তি নাথ

মাঝপথে- জয় কান্তি নাথ

জয় কান্তি নাথ বদলে যাওয়া কিছু সময়, তাল মিলিয়ে দু’কদম চলা! হঠাৎ অজানা আভাসে থেমে যাওয়া, স্মৃতির সাথেই অগোচরে কথা বলা। যে স্মৃতির কাছে পাওনা ...