অশোক কুমার পাইক
কাশবনেতে লাগলো দোলা পূজার গন্ধে ভাই
ঢাকের কাটি পড়লো দেশে সানাই বাজে তাই,
শিউলি ফুলের বাসে বাসে পুজোর গন্ধ আসে,
ঘাসের উপর, পদ্ম পাতায়, শিশির বিন্দু ভাসে l
কৈলাস হতে শিব ঘরণী আসছে বাপের বাড়ি,
শরৎ মেঘের ভেলায় চড়ে মা যে দিলেন পাড়ি,
দুর্গা মাতার ছেলেমেয়ের সাজিয়ে নতুন সাজ
বাপের বাড়ি থাকবে সুখে পাঁচটি দিনের রাজ l
মাতার সাথে গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী
মর্তলোকে আসে গো সেজে, দশভুজা পার্বতী;
দশটি হাতেই দশটি অস্ত্র, করেন অসুর নিধন,
জগৎ মাঝে আশিস দিয়ে করবে কার্য সাধন l
সাগর নদীর ঢেউয়ের দোলা আগমনীর সুরে
বোধন বাতাস বইছে দেশে পূজার গন্ধে ঘুরে,
হাওয়ায় দোলে দিগন্ত ঐ সবুজ ধানের ক্ষেত,
শরৎকালের আশ্বিনেতে আকাশ রঙ যে শ্বেত l
গাঁয়ের বাউল নেচে বেড়ায় তানপুরা’টা নিয়ে
বাউল গানের সুর ভেসে যায় স্বর্গদ্বারে গিয়ে,
আগমনীর সুর বাজে গো জগৎ আলোকময়,
দেবদেবীরা সবাই জানেন ধরায় দুর্গার জয় l