দেহদানে মৃগমিলন

দেহদানে মৃগমিলন

আশিক মাহমুদ রিয়াদ

ফুল পড়ে আছে, কাগুজে নগ্ন ফুল
সে আসে ধীরে, নিশ্চুপ পায়ে
ঝুম ঝুম নুপুর নাচে, দোলে চুলের খোপা
হাসে রোদ, বাতাসে ভাসে মিষ্টতা!

 

হৃষ্ট মেঘ, রোদ দুপুরে বাণ খেলায় মাতে,
আষাঢ়ে আকাশ, নিকশ কালো-
শ্রান্ত মেঘের নীলচুপ-ঘুমে!
তখনই আসে সে, অদৃষ্টের পরিহাসে।

ঘনিয়ে আসে বিশ্রি গন্ধ, চুপি চুপি পায়!
রোদ হারায়, দৃশ্যপট বদলায়!
শিকারির চোখে, লোলুপ শিকার
ওকালতি জমে কাঠগড়ায়।

জেল খানায় উত্তপ্ত কয়েদী নাচে,
গজান আসে, বাজে ঝঙ্কার ধ্বনী!.
দেউরিতে দাঁড়ায়ে, শ্রাবণের ফোঁটা
আড়ালে, জমে গুপচুপ-ঘষঘষি।
চুমুর জোয়ারে, মেঘ গলে..
ঈর্ষাপাতে হয় আজাদী!

চুমুর ঝুমুর নীল ডুমুর
বৃত্তে ভরাট, পরিণতি,
দগ্ধ সৃজে, দোহন দলে..
মৃগতৃষে হয় কৃষাণী!

আসে মেঘ, আকাশ হারায়
বাতাস হয় তালমাতাল,
ক্ষিধের মতলবে নাচে শশী
গড় মিলে অংকে বিহান বেলায়
ঋদ্ধ সপাট, ঘষামাজা, চষাচষি!

দেহদাণে হয় মিলন বিহান,
আড়ালে হাসে শশধর গীতান
তাও হাসে, বলি দানে!.
গোপন জবাবে, আড়ালে হারালে!
দেহদাণে মৃগমিলন!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
শিশুটি যাকে অভিশাপ দিয়েছে

শিশুটি যাকে অভিশাপ দিয়েছে

আশিক মাহমুদ রিয়াদ যতবারই আকাশে জমেছে শ্রাবণের মেঘ ততবারই বৃষ্টি হয়েছে; তাতে রোদ থাকলেও হয়েছে। কিন্তু বৃষ্টিটা হয়েছে; খেকশেয়ালের উল্লাস হয়েছে যতবারই কেঁদে উঠেছে সদ্য ...
অণুগল্প- মন ঘুড়ি উড়া

অণুগল্প- মন ঘুড়ি উড়া

  আরণ্যক   মাঝে মাঝে শুকনাে পাতায় খসখস শব্দ উঠে—তখন ধীর পা হেঁটে যায় ক্যান্সাসের দক্ষিণে—ছায়া দীর্ঘ হয়ে একসময় সন্ধ্যা নামে টিলা চূড়ায় কমরেডরা ফর্সা ...
পাহাড় তুমি

পাহাড় তুমি

ডঃ গৌতম সরকার   পাহাড় তুমি আকাশ হতে যদি চাঁদ নামতো তোমার কোলে কোলে ফসল ভরা খেত ভরতো মেঘে, তুমি তখন  অনন্ত এলেবেলে ।   ...
তবে তাই হোক | সাপ্তাহিক স্রোত । দশম সংখ্যা

তবে তাই হোক | সাপ্তাহিক স্রোত । দশম সংখ্যা

|মৌটুসী চাকমা . যদি শুধুমাত্র নিঃশ্বাস নেয়াকে বেঁচে থাকা বলে তবে তাই হোক যদি কেবল হেঁটে চলে বেড়ানোকে বেঁচে থাকা বলে তবে তাই হোক যদি ...
নিবন্ধ- বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীতে-আমাদের কৈফিয়ত

নিবন্ধ- বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীতে-আমাদের কৈফিয়ত

ডঃ গৌতম সরকার আজকে ভাবতে বসলে রূপকথার মত মনে হয়, বেশি নয়, একশো ষাট-সত্তর বছর আগের ঘটনা৷ বাংলার ঘরে ঘরে বহু শিশু, কিশোরী, যুবতী সাদা ...
এবার শুধুই নাম হোক

এবার শুধুই নাম হোক

এবার শুধুই নাম হোক   মাথার ভিতরে কিছু শব্দ বসে গেছে চুলমুঠি ধরেও কোনো কাজ হচ্ছে কই! শব্দগুলো যেমন ছিল, তেমনই আছে শব্দ শুনেই মাথা ...